বালুশ্রমিকদের ব্যস্ততা

সিলেটের নানা নদ-নদীর ইজারাভুক্ত এলাকা থেকে বালু উত্তোলনের পর দুই পাড়ে স্তূপ করে রাখা হয়। সেখানেই চলে বেচাকেনা। এর মাধ্যমে গড়ে ওঠে অস্থায়ী কর্মসংস্থান। বালু আনা–নেওয়ার কাজে যুক্ত থাকেন অনেক শ্রমিক। রোদে পুড়ে নদ–নদীর বুকজুড়ে দিনভর খেটে চলেন তাঁরা। এরপর বড় বড় নৌকা নদীপথে এই বালু বয়ে নিয়ে যায় দূরের নির্মাণ এলাকায়। বালুশ্রমিকদের ব্যস্ততা নিয়ে ছবির গল্প:

বালু বহনের জন্য কাটাখালে রাখা ছোট-বড় নৌকা
বালু বহনের জন্য কাটাখালে রাখা ছোট-বড় নৌকা
এক নৌকা থেকে আরেক নৌকায় বালু রাখা হচ্ছে
দিনভর দেখা যায় এমন কর্মব্যস্ততা
নৌকার ওপর বসে বিশ্রাম নিচ্ছেন দুই ব্যক্তি
বালুর স্তূপে কাজ করছেন এক শ্রমিক
ছোট নৌকা থেকে বালু নেওয়া হচ্ছে বড় নৌকায়
খালের পাশে রাখা বালুর স্তূপ। সেখান থেকে তোলা হচ্ছে নৌকায়
নদীপথে চলে বালু আনা–নেওয়ার কাজ