‘বাদল দিনে প্রথম কদম ফুল’

শুরু হয়েছে বর্ষাকাল। বর্ষার প্রতীক হয়ে যেন প্রকৃতিতে আগমন ঘটে কদম ফুলের। প্রকৃতিও সাজে কদম ফুলের সৌন্দর্যে। চারদিকে কদম ফুলের সমারোহ। সেই সঙ্গে শিশু, কিশোর ও কিশোরীরা মেতে ওঠে আনন্দে। বাসাবাড়ির কাছে সহজে মেলে এই কদম ফুল। রংপুরের মিঠাপুকুর ও শহরতলির কদম ফুল নিয়ে ছবির গল্প:

সড়কের ধারে কদমগাছে পাতার সঙ্গে ফুটে আছে হলদে রঙের কদম ফুল
সড়কের ধারে কদমগাছে পাতার সঙ্গে ফুটে আছে হলদে রঙের কদম ফুল
ফুটে আছে দৃষ্টিনন্দন বর্ষার কদম ফুল
পাতার ফাঁকে ফাঁকে উঁকি দিচ্ছে কদম
সড়কে পড়ে থাকা কদম ফুল কুড়াচ্ছে এক শিশু
কদম ফুলের ঘ্রাণ নিচ্ছে শিশুটি
কদম ফুল পেয়ে খুশিতে বাড়ি ফিরছে দুই শিশু
কদম ফুল কানে গুঁজে চলছে খেলা
হাতে কদম ফুল, হাসিমুখ কিশোরীর