শুরু হয়েছে বর্ষাকাল। বর্ষার প্রতীক হয়ে যেন প্রকৃতিতে আগমন ঘটে কদম ফুলের। প্রকৃতিও সাজে কদম ফুলের সৌন্দর্যে। চারদিকে কদম ফুলের সমারোহ। সেই সঙ্গে শিশু, কিশোর ও কিশোরীরা মেতে ওঠে আনন্দে। বাসাবাড়ির কাছে সহজে মেলে এই কদম ফুল। রংপুরের মিঠাপুকুর ও শহরতলির কদম ফুল নিয়ে ছবির গল্প: