নেই কোনো নিরাপত্তা পোশাক ও হেলমেট। এ অবস্থায় ঝুঁকি নিয়ে জাহাজে কনটেইনার তোলার স্প্রেডারে দাঁড়িয়ে থাকেন শ্রমিকেরা। পণ্য ওঠা-নামার ক্ষেত্রে বন্দরের কার্যক্রম উন্নত হলেও শ্রমিকেরা এখনো সনাতন পদ্ধতিতে কাজ করেন। এর ফলে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
সৌরভ দাশ
স্প্রেডারে দাঁড়িয়ে জাহাজে উঠছেন এক শ্রমিক
বিজ্ঞাপন
কনটেইনার তুলতে নামছেন গাড়িতে
বিজ্ঞাপন
স্প্রেডারে কনটেইনার নেওয়ার পর সেটার ওপর দাঁড়িয়ে একজনজাহাজের মাথায় এভাবে উঠে গেছেন তিনিস্প্রেডারের ওপর দাঁড়িয়ে একজনহেলমেট ছাড়া এভাবে অনেক উঁচুতে ওঠেন তাঁরাজাহাজের ওপর সারিবদ্ধভাবে রাখা কনটেইনার, তারও ওপরে এক শ্রমিকহেলমেট ছাড়া জাহাজের ওপর রাখা কনটেইনারের ওপর আরও দুজনযথাযথ নিরাপত্তা ছাড়া ঝুঁকি নিয়ে কাজ করছেন শ্রমিক