তরমুজ চাষ করে অল্প সময়ে বেশি লাভ পাওয়া যায়। তাই তরমুজ চাষে অনেক কৃষক ঝুঁকছেন। এখন তরমুজের মাঠে ব্যস্ত সময় কাটাচ্ছেন খুলনা অঞ্চলের কৃষকেরা। বটিয়াঘাটা ও দাকোপ উপজেলার চাষের জমির বড় অংশে এখন চাষ হচ্ছে তরমুজ। এপ্রিলের শেষে এসব অঞ্চলের তরমুজের স্বাদ পাবে পুরো দেশের মানুষ। তরমুজের মাঠে কৃষকদের চালচিত্র নিয়ে ছবির গল্প।