চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার জমজমাট আসর বসেছিল নগরের লালদীঘির মাঠে। শুক্রবার এ আয়োজনে অংশ নেন নানা বয়সের বলীরা। আর মাঠে ছিল দর্শকদের বাঁধভাঙা উচ্ছ্বাস। রিংয়ে প্রাণপণে লড়ে যান প্রবীণ কলিম উল্লাহ (৬৬) থেকে কিশোর ফয়সাল বলী। এবারও চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার মো. শরীফ। তিনি হারিয়েছেন নিজ জেলার আরেক বলী রাশেদকে। ছবিতে বলীখেলার কিছু মুহূর্ত