আবারও চ্যাম্পিয়ন শরীফ বলী

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার জমজমাট আসর বসেছিল নগরের লালদীঘির মাঠে। শুক্রবার এ আয়োজনে অংশ নেন নানা বয়সের বলীরা। আর মাঠে ছিল দর্শকদের বাঁধভাঙা উচ্ছ্বাস। রিংয়ে প্রাণপণে লড়ে যান প্রবীণ কলিম উল্লাহ (৬৬) থেকে কিশোর ফয়সাল বলী। এবারও চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার মো. শরীফ। তিনি হারিয়েছেন নিজ জেলার আরেক বলী রাশেদকে। ছবিতে বলীখেলার কিছু মুহূর্ত

বলী খেলা দেখতে গিয়েছিলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।
বলী খেলা দেখতে গিয়েছিলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।
মঞ্চে সাজিয়ে রাখা হয়েছে চ্যাম্পিয়ন ও রানারআপ শিরোপা।
ঢোল–বাঁশির শব্দে আয়োজন ছিল উৎসবমুখর।
বেলুন উড়িয়ে ঐতিহ্যবাহী বলীখেলার উদ্বোধন করা হয়।
শিরোপা লড়াইয়ে ছিলেন প্রবীণ বলীরাও।
প্রতিপক্ষকে পরাস্ত করার লড়াইয়ের একটি মুহূর্ত।
প্রতিপক্ষকে ধরাশায়ী করার মুহূর্তে উড়ছে রিংয়ের বালু।
লড়াইয়ের একপর্যায়ে দুই বলীর ওপরে গিয়ে পড়েন দুই বলী।
একজন জয় নিশ্চিতের আরেকজন হার এড়ানোর প্রাণপণ চেষ্টা করছেন।
দ্বিতীয় পর্বের খেলায় বলীদের লড়াইয়ের একটি মুহূর্ত।
শিরোপার চূড়ান্ত লড়াইয়ে মো. শরীফ ও রাশেদ বলী।
বলীখেলা দেখতে জড়ো হন বিপুলসংখ্যক দর্শক।
শিরোপা জয়ের পর দুই হাত তুলে দর্শকদের অভিবাদন গ্রহণ করছেন শরীফ বলী।
দশর্কদের উদ্দেশে শিরোপা উঁচু করে ধরেছেন শরীফ বলী।