Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (০৫ মে, ২০২০)

করোনা থেকে রক্ষা পেতে সামাজিক দূরত্ব মানছে না কেউ। ঘোড়ার গাড়িতে গাদাগাদি করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে যাত্রীরা। টয়েনবি সার্কুলার রোড, ঢাকা, ৫ মে। ছবি: আশরাফুল আলম
করোনার বিস্তারে ঘরের বাইরে যাওয়া নিষেধ। কিন্তু ঘরে বসে থাকলে পেটের ক্ষুধা মিটবে কী করে। মৌসুমী ফল বাঙ্গি বিক্রির জন্য বেরিয়েছেন এই ব্যক্তি । স্টেশন সড়ক, বগুড়া, ৫ মে। ছবি: সোয়েল রানা
বগুড়া শহরের ব্যস্ততম সাতমাথা এলাকার সপ্তপর্দী মার্কেটে এভাবেই কেনাবেচা চলছে। ছবি: সোয়েল রানা
তরমুজ খেতে কাজ চলছে সারাদিন। কাজের ফাঁকে দুই নারী শ্রমিকের একটু অবসর। বাজুয়া, দাকোপ উপজেলা, খুলনা, ৪ মে। ছবি: সাদ্দাম হোসেন
বোরো ধান তোলার পর তা শুকাতে ব্যস্ত গ্রামের নারী-পুরুষেরা। গতকাল দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার রামপুর এলাকায়। ছবি: এম সাদেক
‌‘আমগো দেহনের কেউ নাই। ভিক্ষা কইরা যা পাই তাই দিয়া খাই। এক বেলা খাওন পাই তো অন্য বেলাতে না খাইয়া থাকন লাগে।’ কথাগুলো খাদ্যসংকটে থাকা পথশিশু রবিউলের। ফুটপাতের হকারদের ফেলে রাখা ভ্যানে এখন তার বসবাস। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কিছু মানুষের সহযোগিতায় মাঝেমধ্যে কিছু খাবার পায় সে। গতকাল দুপুরে। ছবি: শুভ্র কান্তি দাশ
বিকেলে চুনকুড়ি নদীতে চিংড়ির রেনু ধরতে নেমেছে রেনুসংগ্রহকারীরা। চালনা লঞ্চঘাট, চালনা, খুলনা, ৪ মে। ছবি: সাদ্দাম হোসেন
শহরজুড়ে শুরু হয়েছে মশার তীব্র উপদ্রব। দিনে ও রাতে, ঘরে ও বাইরে মশার কামড়ে অতিষ্টহয়ে পড়েছে জনজীবন।তাই মশার ওষুধ স্প্রে কার্যক্রম শুরু করেছে যশোর পৌরসভা। পৌরপার্ক, যশোর, ৪ মে। ছবি : এহসান-উদ-দৌলা