Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (০৬ মার্চ, ২০২১)

লাভেলো ও প্রথম আলোর সহযোগিতায় গত বছরের ৮ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত ‘অল্প কথায় না বলা ভালোবাসা’ লেখা প্রতিযোগিতার ক্যাম্পেইনে সারা দেশ থেকে ৮০০ প্রতিযোগী অংশ নেন। যার মধ্য থেকে তিনজন সেরা বিজয়ী নির্বাচিত হন। তাঁরা হলেন আবু বক্কার ছিদ্দিক, আফসানা মিমি ও মোহাম্মদ শামীম হোসাইন। আজ শনিবার প্রথম আলোর কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কিশোর আলোর সম্পাদক আনিসুল হক
দীর্ঘদিন ধরে সংস্কারের কাজ চলছে মিটফোর্ড হাসপাতালের সামনের সড়কে। এখন সেখানকার রাস্তার বেহাল দশা। পথ চলতে ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারীদের। ঢাকা, ৬ মার্চ
বাস থামানো নিষেধ। অথচ তা অমান্য করে ব্যস্ত সড়কের মাঝখানে যাত্রী ওঠানো-নামানো করাচ্ছেন চালকেরা। কুড়িল বিশ্ব রোড, ৬ মার্চ
লেখক মুশতাক আহমেদ ও সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ। সমাবেশ চলাকালে নিজেদের মধ্যে মারামারি লাগে। প্রেসক্লাব, ৬ মার্চ
আগামীকাল ঐতিহাসিক ৭ মার্চ। জাতীয় দিবস হিসেবে দিনটিকে উদযাপন উপলক্ষে রাজধানীর বিভিন্ন সড়ক পোস্টার দিয়ে সাজিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। কারওয়ান বাজার, ঢাকা, ৬ মার্চ
একটু দেখেশুনে পার হতে হয় রাস্তা। কিন্তু পথচারীদের সে গরজ নেই। কোনাপাড়া, ডেমরা, ঢাকা, ৬ মার্চ
বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীতে সারি সারি নৌকায় বসে বড়শি দিয়ে মাছ ধরছেন জেলেরা। মোকামী পাড়া এলাকা, নোয়াপাড়া, রাউজান, চট্টগ্রাম, ৬ মার্চ
কারিগরি মুক্ত নার্সিং সমাজের দাবিতে নার্সেস সংগ্রাম পরিষদ ব্যানারে  ঢাকা মেডিকেল কলেজের সামনে মানববন্ধন। ঢাকা ৬ মার্চ
তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ৮ বছর পূর্তি আজ। সকালে নারায়ণগঞ্জের পুরান বন্দর এলাকায় ত্বকীর কবর জিয়ারত করেন তার বাবা রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও বিভিন্ন সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের সদস্যরা। নারায়ণগঞ্জ, ৬ মার্চ
কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনা ও সাংবাদিক বোরহান উদ্দিন হত্যার প্রতিবাদে স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ সমাবেশ করে। প্রেসক্লাব, ৬ মার্চ