এক ঝলক ( ১৫ মে ২০১৮)

স্কুল ছুটির পর শরবত খাচ্ছে শিক্ষার্থীরা। কয়েক দিন বেশ গরম পড়েছে নগরে। তাজমহল রোড, মোহাম্মদপুর, ঢাকা, ১৪ মে। ছবি: সাবরিনা ইয়াসমীন
স্কুল ছুটির পর শরবত খাচ্ছে শিক্ষার্থীরা। কয়েক দিন বেশ গরম পড়েছে নগরে। তাজমহল রোড, মোহাম্মদপুর, ঢাকা, ১৪ মে। ছবি: সাবরিনা ইয়াসমীন
লবণচরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণের একপর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে ব্যালট পেপার ভর্তি ব্যালট বাক্সগুলো। খুলনা, ১৫ মে। ছবি: সাজিদ হোসেন
কানাডার পিস টাওয়ারের সামনে টিউলিপ ফুল। অন্টারি, কানাডা, ১৪ মে। ছবি: রয়টার্স
খুলনার কেডিএ খানজাহানআলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোট দিচ্ছেন এক নারী। ফুলবাড়ী গেট, খুলনা, ১৫ মে। ছবি: সাদ্দাম হোসেন
ভোট দিচ্ছেন বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। মিয়াপাড়া রহিমা সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুলনা, ১৫ মে। ছবি: সাজিদ হোসেন
র‍্যাব-২, বিএসটিআই, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি দল ঢাকার কারওয়ান বাজারে অভিযান চালিয়েছে। নির্বাহী হাকিম সারওয়ার আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রায় ৪শ মণ আম জব্দ করা হয়। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেমিক্যাল দিয়ে আম পাকানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। কারওয়ান বাজার, ঢাকা, ১৫ মে। ছবি: আবদুস সালাম
সদ্য উড়তে শেখা ছানাগুলোর সঙ্গে বসে আছে মা চড়ুই। ছানাগুলোকে চোখে চোখে রাখছে পাখিটি। প্রেসক্লাব চত্বর, নোয়াখালী, ১৪ মে। ছবি: মাহবুবুর রহমান
নিজের বানানো জালের কেন্দ্রে স্থির বসে আছে একটি মাকড়সা। জাতীয় উদ্ভিদ উদ্যান, ঢাকা, সাম্প্রতিক ছবি। ছবি: আবদুস সালাম
পুরান ঢাকার বেশি কিছু এলাকায় প্রায় বিদ্যুৎ থাকছে না। নিয়মিত লোডশেডিংয়ের কারণে বিপাকে এলাকাবাসী। সিদ্দিক বাজার, ঢাকা, সাম্প্রতিক ছবি। ছবি: দীপু মালাকার
খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ভোট দিতে লাইনে দাঁড়িয়ে আছেন নারী ভোটারেরা। মানিকতলা আবু সুফিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুলনা, ১৫ মে। ছবি: সাদ্দাম হোসেন
চলছে খুলনা সিটি করপোরেশন নির্বাচন। সড়কে বিজিবির টহল। টুটপাড়া, খুলনা, ১৫ মে। ছবি: সাইফুল ইসলাম
সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাট-বড়ছড়া সড়কের শান্তিপুর এলাকার সেতুটির দুই পাশে সংযোগ সড়ক নেই। সেতুটি স্থানীয়রা ব্যবহার করতে পারছে না। সুনামগঞ্জ, সাম্প্রতিক ছবি। ছবি: প্রথম আলো
বাংলা নাম ভাত শালিক। এই পাখির ইংরেজি নাম কমন ময়না। বোয়ালখালী, দীঘিনালা, খাগড়াছড়ি, ১৫ মে। ছবি: পলাশ বড়ুয়া
শিকারের অপেক্ষায় বসে আছে একটি মাছরাঙা পাখি। লাহারহাট, বরিশাল, ১৫ মে। ছবি: সাইয়ান
পেরেক তৈরির কারখানায় কাজ করছেন এক শ্রমিক। এ কারখানার শ্রমিকেরা দৈনিক ৩০০ থেকে ৪০০ টাকা মজুরি পান। আকার ভেদে প্রতি মণ পেরেকের দাম ৫ হাজার থেকে ৮ হাজার টাকা। মির্জাপুল এলাকা, চট্টগ্রাম, সাম্প্রতিক ছবি। ছবি: জুয়েল শীল
ক্যামেরার দিকে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে আছে আদুরে বিড়ালছানা। খিলগাঁও, ঢাকা, সাম্প্রতিক ছবি। ছবি: সারা ফ্যায়রুজ যাইমা