এক ঝলক (২০ জানুয়ারি, ২০২২)

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। স্বাস্থ্যবিধি মানছে না অনেকেই। ঢাকা, ২০ জানুয়ারি
 ছবি: খালেদ সরকার
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ফসলি জমি থেকে খননযন্ত্র দিয়ে মাটি কাটার প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। কসবা প্রেসক্লাব, ব্রাহ্মণবাড়িয়া, ২০ জানুয়ারি
বরিশালে প্রতিদিনই বাড়ছে করোনার সংক্রমণ। এরপরও নগরের বিভিন্ন এলাকায় উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। মাস্ক ছাড়া অনেকেই বাইরে বের হচ্ছে। পোর্ট রোড, বরিশাল নগর, ২০ জানুয়ারি
খানজাহান আলী দিঘিতে ভ্রমণে গিয়ে উচ্ছ্বসিত কিশোরী। বাগেরহাট, ২০ জানুয়ারি
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করে ছাত্রদল। ঢাকা, ২০ জানুয়ারি
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের অনশন চলছে। অনশন চলাকালে শিক্ষকদের একটি দল আলোচনার জন্য শিক্ষার্থীদের কাছে যান। সিলেট, ২০ জানুয়ারি
প্রতিদিনই বাড়ছে করোনা শনাক্তের হার। এরপরও মাস্ক দেখা যায়নি বাসের অধিকাংশ যাত্রীর মুখে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের অনশন চলছে। অনশনে অংশ নেওয়া ২৪ শিক্ষার্থী রাত কাটিয়েছেন উপাচার্যের বাসভবনের সামনে। তাঁদের মধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। সিলেট, ২০ জানুয়ারি
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় আটকে আছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা ঢাকামুখী কয়েক শ পণ্যবাহী গাড়ি। এতে পাঁচ কিলোমিটারজুড়ে যানজট দেখা দেয়। রাজবাড়ি, ২০ জানুয়ারি