আলু চাষের জন্য জমিতে মই দিচ্ছেন কৃষক। ঘোষপুর, তালা, সাতক্ষীরা, ২১ নভেম্বরচলছে আমন ধান কাটার মৌসুম। ধান কাটার পর মনের আনন্দে ইঁদুরের গর্ত থেকে ধান বের করছে শিশুরা। বুড়াইল, রংপুর, ২১ নভেম্বরপুকুরভরা কচুরিপানা ফুল। এর সৌন্দর্যও কম না। রাঘুবপার, ময়মনসিংহ, ২১ নভেম্বর শীতের শুরুতেই দেশে আসতে শুরু করেছে পরিযায়ী পাখিরা। সাদিপুর চর, পদ্মা নদী, পাবনা, ২০ নভেম্বরফুটেছে শ্বেতকাঞ্চন ফুল। জেলা পরিষদ এলাকা, নারায়ণগঞ্জ, ২১ নভেম্বরস্বেচ্ছাসেবী গ্রুপটির নাম ‘লাইট হাউজ’। ফেসবুকে খোলা এই সংগঠন বগুড়ার বিভিন্ন স্থাপনার সীমানাপ্রাচীরে প্লাস্টিকের বোতল ঝুলিয়ে ফুলগাছ লাগায়। শহীদ খোকন শিশু উদ্যানের প্রাচীর, বগুড়া, ২০ নভেম্বর