Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (২৮ জুন, ২০২০)

দুপুর ১২টায় চট্টগ্রাম রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে জন্ম নেয় শিশুটি। জন্মের পরপরই শ্বাসকষ্ট দেখা দিলে তাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসেন স্বজনেরা। শিশু ওয়ার্ডে নিয়ে যাওয়ার পথে নবজাতকের বাবা জয়নাব (পেছনে) কাঁদতে কাঁদতে হাঁটছেন। গতকাল বেলা আড়াইটায় হাসপাতালের জরুরি বিভাগের সামনে। ছবি: জুয়েল শীল
চারদিকে এখন পানিতে টইটম্বুর। গাছ বেয়ে মগডালে চড়ে পানিতে ঝাঁপ। একজনের পেছনে অন্যজন। আনন্দে মেতেছে শিশু–কিশোরেরা। গতকাল রংপুর সদরের বৈকুণ্ঠপুর এলাকায়। ছবি: মঈনুল ইসলাম
করোনাভাইরাসের বিস্তার রোধে গত ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। ছুটি অমান্য করে রাজধানীর মালিবাগ এলাকায় সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি মাধ্যমের কেজি-২ এবং স্ট্যান্ডার্ড ওয়ানের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শেষে শিশুশিক্ষার্থীদের নিয়ে বের হচ্ছেন এক অভিভাবক। গতকাল সকালে। ছবি: সাজিদ হোসেন
মেসভাড়া ৬০ শতাংশ মওকুফ ও মেসমালিকদের সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে যশোরের বিভিন্ন কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। যশোর প্রেসক্লাব, যশোর, ২৮ জুন। ছবি: এহসান-উদ-দৌলা
রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল রক্ষা সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের সংবাদ সম্মেলন। খুলনা জুট ওয়ার্কার্স ইনস্টিটিউট, খালিশপুর, খুলনা, ২৮ জুন। ছবি: সাদ্দাম হোসেন
খাবার খুঁজে পেয়েছে এক পাখি। তা দেখে অন্য পাখিরা ছুটছে তার পেছনে। মুজগুন্নী এলাকা, খুলনা, ২৮ জুন। ছবি: সাদ্দাম হোসেন
চাষ করা জমির কাদা-পানিতে আটকে থাকা মাছ ধরছে শিশু-কিশোরেরা। মুক্তাপাড়া, রংপুর, ২৭ জুন। ছবি: মঈনুল ইসলাম
রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নের শংকরদহ এলাকায় ৪০টি পরিবারের ঘরবাড়ি নদীতে চলে গেছে। ভাঙনের মুখে থাকা শাহ আলম নামের এক ব্যক্তির টিনের ঘর ও আসবাবপত্র নৌকায় করে নিরাপদে নিয়ে যাওয়া হচ্ছে। শংকরদহ, রংপুর, ২৮ জুন। ছবি: মঈনুল ইসলাম
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বন্যার পানি হাঁটুসমান হয়েছে। পানি ঢুকে পড়েছে ঘরবাড়িতে। এ অবস্থায় ঘর থেকে মালামাল সরিয়ে নেওয়া হচ্ছে। পূর্ব শংকরদহ, গঙ্গাচড়া, রংপুর, ২৮ জুন। ছবি: মঈনুল ইসলাম
শিশুকে কোলে নিয়ে ঝুঁকিপূর্ণভাবে রাস্তা পার হচ্ছেন এক নারী । অথচ সামনেই ছিল পদচারী সেতু। শনিরআখড়া, ঢাকা, ২৮ জুন। ছবি: দীপু মালাকার
দুপুরের বৃষ্টিতে সড়কে জলাবদ্ধতা। বিকাল ৪টায় তোলা। লক্ষ্মীবাজার, ঢাকা, ২৮ জুন। ছবি: দীপু মালাকার