Thank you for trying Sticky AMP!!

বাদামি চোখে আশ্রয়ের খোঁজে। ভাসানচরের পথে রোহিঙ্গা নারী

ভাসানচরের পথে

নৌবাহিনীর জাহাজে করে রোহিঙ্গাদের দ্বিতীয় দলটি চট্টগ্রাম থেকে মঙ্গলবার দুপুরে নোয়াখালীর ভাসানচরে পৌঁছেছে। এ দলে রয়েছেন চার শতাধিক পরিবারের মোট ১ হাজার ৮০৪ জন নারী, পুরুষ ও শিশু। এর আগে সকাল সোয়া নয়টার দিকে নৌবাহিনীর পাঁচটি জাহাজে করে রোহিঙ্গা দলটি ভাসানচরের উদ্দেশে রওনা দেয়।

স্বেচ্ছায় ভাসানচরে যেতে ইচ্ছুক রোহিঙ্গারা জাহাজে ওঠার প্রস্তুতি নিচ্ছেন
শিশু ও বয়স্কদের আগলে নিয়ে ভাসানচরের পথে যাত্রা
নৌবাহিনীর পাঁচটি জাহাজে করে রোহিঙ্গা দলটি ভাসানচরের উদ্দেশে রওনা দেয়
বাদামি চোখে আশ্রয়ের খোঁজে। ভাসানচরের পথে রোহিঙ্গা নারী
বঙ্গোপসাগরে রোহিঙ্গাবাহী জাহাজ
জাহাজে রোহিঙ্গাদের খাবার দিচ্ছেন নৌবাহিনীর সদস্যরা
ভাসানচরে পৌঁছেছে নৌবাহিনীর তিনটি জাহাজ
জাহাজ থেকে রোহিঙ্গা শরণার্থীদের নামতে সাহায্য করছেন নৌবাহিনী ও পুলিশের সদস্যরা
জাহাজ থেকে নেমে আশ্রয়কেন্দ্রের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছে রোহিঙ্গাদের
আশ্রয়কেন্দ্র এলাকায় রোহিঙ্গারা
বঙ্গোপসাগর ও মেঘনার মোহনায় জেগে ওঠা ভাসানচরে নবনির্মিত শিবির
হাসিমাখা মুখে এক রোহিঙ্গা শিশু