একঝলক (১৮ মে ২০২৫)

শিকারের খোঁজে বাঁশের খুঁটির ওপর এসে বসেছে মাছরাঙা পাখি। হাঁড়িখালী, তেরখাদা, খুলনা, ১৮ মে
ছবি: সাদ্দাম হোসেন
গাছে ঝুলছে বিদেশি ‘রোসা রোসা’ জাতের আম। ফ্রুট ভ্যালি অ্যাগ্রো, শাহতলী, চাঁদপুর, ১৮ মে
ফুল থেকে মধু আহরণ করছে পতঙ্গ। জয়রা, মানিকগঞ্জ, ১৮ মে
পথের ধারের গাছে ফুটেছে কদম ফুল। ফুলকোর্ট, শাজাহানপুর, বগুড়া, ১৮ মে
নদীতে নৌকা বেয়ে চলছেন এক ব্যক্তি। ছাগলাদাহ, তেরখাদা, খুলনা, ১৮ মে
হাওরে হাঁসের পাল চরাচ্ছে দুই কিশোর-কিশোরী। বড় হাওর, মিঠামইন, কিশোরগঞ্জ, ১৭ মে
প্রাক্-প্রাথমিক শিক্ষাকেন্দ্রে শিশুশিক্ষার্থীদের শারীরিক কসরত শেখানো হচ্ছে। পাঞ্জরভাঙ্গা, কাউনিয়া, রংপুর, ১৮ মে
বৃষ্টিতে ভিজে যাওয়া ধান মাঠে এনে শুকাতে দিচ্ছেন কৃষক। বদরপুর, কৈজুরী, ফরিদপুর, ১৮ মে
সোনালুর রস খেতে ফুলে ভ্রমরের ওড়াউড়ি। ডিয়ার পার্কের টিলা, রাঙামাটি, ১৮ মে।
জলঢুপি আনারস। হেলে পড়তে পারে, তাই আড়াআড়ি করে বাঁশ দেওয়া হয়েছে সুরক্ষার জন্য। লিচুবাগান, তংচংগ্যাপাড়া, রাঙামাটি, ১৮ মে
সিলেটের সুরমা নদীতে মাছ শিকার করছেন দুই ব্যক্তি। নৌকায় ভেসে নদীর জলে জাল পেতে রাখা হচ্ছে। মাছিমপুর, সিলেট, ১৮ মে
দুপুরের রোদে কাঁঠালগাছের ডালে বসে আছে ময়ূর। সাফারি পার্ক, গাজীপুর। ১৮ মে
এর নাম চামচঠুঁটি। একসময় বকজাতীয় এ পাখিটির বাংলাদেশে অবাধ বিচরণ ছিল। এখন পাখিটি মাহবিপন্ন তালিকায়। সাফারি পার্ক, গাজীপুর, ১৮ মে
বাড়ির চারপাশে এখন বৃষ্টির পানি জমেছে। সেখানে হাঁসের ছানা লালন–পালনের জন্য হাঁসের ছানা কিনে বাড়ি ফেরা। লালবাগ, রংপুর, ১৮ মে
বর্ষায় ছাতার প্রয়োজন বেশি, সেই সঙ্গে ছাতা মেরামতকারীদের অবসর থাকে কম। পুরোনো ছাতা মেরামত করছেন একজন। নালিতাবাড়ী বাজার, শেরপুর, ১৮ মে
খাল-বিল ও নিচু জমিতে বৃষ্টির পানি জমে মাছ এসেছে। সেই মাছ ধরতে বাঁশের তৈরি বিশেষ ফাঁদ ‘ডারকি’ বিক্রি করতে এসেছেন এই ব্যক্তি। নিজের হাতে তৈরি এসব ডারকি প্রতিটি বিক্রি করছেন ২০০ টাকায়। লালবাগ, রংপুর, ১৮ মে
গাছ থেকে আম পেড়ে ক্লান্ত হয়ে গামছা বিছিয়ে ঘুমিয়ে পড়েছেন এক শ্রমিক। কাকনহাট সাহাপুর, গোদাগাড়ী, রাজশাহী, ১৮ মে
সোনাডাঙ্গা-নতুন রাস্তা সড়কের পাশে খুলনা সিটি করপোরেশন এলাকায় বাসাবাড়ির বর্জ্য ফেলে রাখা হয়। এতে পথচারী, যানবাহনের যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কবির বটতলা, খুলনা, ১৮ মে