বৃষ্টিতে ভিজেই সাতসকালে কাজে বের হয়েছেন শ্রমিকেরা। গোয়ালচামট, ফরিদপুর, ২১ আগস্টএলাকার নাম নিউজিল্যান্ড। বিলের দুই পাশে সবুজ ধানখেত। প্রতিদিন সকাল ও বিকেলে অনেকেই হাঁটতে যান এই সড়কে। দক্ষিণ এলাকা, খাগড়াছড়ি, ২১ আগস্ট
বিজ্ঞাপন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হয়েছে নাটক ‘শালবৃক্ষের মৃত্যু’। ত্রিশাল, ময়মনসিংহ, ২১ আগস্ট
বিজ্ঞাপন
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার উল্টে তিনজন নিহত হয়েছেন। ষোলঘর, মুন্সিগঞ্জ,২১ আগস্টপলিথিনসহ সব রকম বর্জ্য ফেলা হচ্ছে পুকুরে। ফলে বাড়ছে দূষণ। শাপলা চত্বর এলাকা, খাগড়াছড়ি, ২০ আগস্টবৃষ্টির মধে৵ তারে বসে আছে কসাই পাখি। ছুটি ভাটবাউর, মানিকগঞ্জ , ২১ আগস্টনূরুইল বিলে দেশি প্রজাতির মাছ ধরছেন এক মৎস্যজীবী। শেখেরকোলা সামুন্দার জান, বগুড়া, ২১ আগস্টগোয়ালন্দ-ফরিদপুর-তাড়াইল সড়কের বিভিন্ন স্থান আটকে যন্ত্র বসিয়ে ধানমাড়াই করা হচ্ছে। কাচারিটেক, রাজবাড়ী, ২১ আগস্টবৈরী আবহাওয়া আর বৃষ্টি উপেক্ষা করে যাচ্ছেন শ্রমিকেরা। গোয়ালচামট, ফরিদপুর, ২১ আগস্টআতাই নদীর শান্ত জলে ভেসে মাছ শিকারে ব্যস্ত মৎস্যজীবীরা। ইলিশের মৌসুমে এটি আতাই নদীর নিয়মিত চিত্র। গাজীহাট, দিঘুলিয়া, খুলনা, ২১ আগস্টসবুজ প্রকৃতিকে রাঙিয়ে দিয়েছে লাল ফড়িং। মাধবপুর, কুমিল্লা, ২১ আগস্টবাস–ট্রাকের সঙ্গে পাল্লা দিয়ে অবাধে চলছে মহাসড়কে নিষিদ্ধ তিন চাকার নছিমন। রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক, মীরবাগ, রংপুর, ২১ আগস্টসবুজ পাতার মধ্যে গাছে ঝুলছে চালতা ফল। ভুলিরপাড়, দাউদকান্দি, কুমিল্লা, ২১ আগস্টআমন মৌসুমের শুরুতে চারদিকে সবুজের সমারোহ। জমি নিড়ানি দিতে ব্যস্ত একদল কৃষিশ্রমিক। কাউনিয়া, রংপুর, ২১ আগস্টতেঁতুলগাছের ডালে বসে আছে সবুজ ঠোঁট মালকোহা পাখি। ভাঙ্গাব্রিজ, বান্দরবান, ২১ আগস্টশরতের মেঘের ছায়ায় জেলেদের মাছ ধরার ব্যস্ততা। কালিঞ্জা সেতু, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২১ আগস্টসিলেটে চলছে পক্ষকালব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা। মেলার স্টলগুলোয় রয়েছে বিভিন্ন জাতের গাছের চারা। তবে ক্রেতা সমাগম কম। আলিয়া মাদ্রাসা মাঠ, চৌহাট্টা, সিলেট, ২১ আগস্টরুমা উপজেলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদ, আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মৌন মিছিল ও প্রতিবাদ সভা করেছে বান্দরবান সচেতন নাগরিক সমাজ। প্রেসক্লাব চত্বর, বান্দরবান, ২১ আগস্টছাগলছানা কোলে উচ্ছ্বসিত দুই শিশু। বীরচরণ, রংপুর, ২১ আগস্টবর্ষা মৌসুমে চাহিদা বেড়ে যাওয়ায় নওগাঁ থেকে আত্রাই নদী হয়ে নৌকায় খড় আনা হয় পাবনায়। এসব খড় চলে যায় জেলার বিভিন্ন এলাকায়। সিলন্দা, সাঁথিয়া, পাবনা, ২১ আগস্টরং করার পর রোদে শুকানো হচ্ছে তাঁতের সুতা। জালালপুর, পাবনা, ২১ আগস্টরাস্তা পারাপারের জেব্রা ক্রসিং প্রতিবন্ধক দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। ঝুঁকি নিয়ে যত্রতত্র সড়ক পার হচ্ছেন পথচারীরা। কারওয়ান বাজার, ঢাকা, ২১ আগস্টঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের কারণে যানচলাচল বন্ধ হয়ে গেলে সৃষ্টি হয় তীব্র যানজটের। সায়েন্সল্যাব, ঢাকা, ২১ আগস্ট