ধানগাছের ফাঁকে ফুটে থাকা গাদা রং ছড়াচ্ছে জুমখেতে। ফুলটি চাকমা জনগোষ্ঠীর মধ্যে সত্রং ফুল নামে পরিচিত। সীতা পাহাড়, কাপ্তাই, রাঙামাটি, ১৩ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
সবজিখেতে কাজে ব্যস্ত নারীরা। শাহজাহানপুর, বগুড়া, ১৩ সেপ্টেম্বর থই থই পানিতে ফাঁদ (খলশানি) পেতে মাছ শিকারে নেমেছেন এই মৎস্যশিকারি। দক্ষিণভাগ, বগুড়া, ১৩ সেপ্টেম্বরঘরের চালে কবুতরের ওড়াউড়ি। রায়গঞ্জ, সিরাজগঞ্জবেলুন উড়িয়ে রাজশাহীতে বিজ্ঞান উৎসবের উদ্বোধন করছেন অতিথিরা। টিচার্স ট্রেনিং কলেজ মাঠ, রাজশাহী, ১৩ সেপ্টেম্বরবিজ্ঞান উৎসবে অংশগ্রহণকারীদের প্রকল্প দেখছেন অতিথিরা। টিচার্স ট্রেনিং কলেজ মাঠ, রাজশাহী, ১৩ সেপ্টেম্বরবিদ্যুতের তারে বসেছে একটি ফড়িং। ফড়িং দুই ধরনের—ড্রাগনফ্লাই বা সুঠামদেহী ফড়িং আর ড্যামজেলফ্লাই বা সরুদেহী ফড়িং। ধারণা করা হয়, বাংলাদেশে প্রায় ১৫০ প্রজাতির ফড়িং রয়েছে। বেশির ভাগ ড্যামজেলফ্লাই বিশ্রামের সময় ডানা ভাঁজ করে রাখে, কিন্তু ড্রাগনফ্লাই বিশ্রামের সময় ডানা প্রসারিত করে রাখে। মাওনা, শ্রীপুর, গাজীপুর। ১৩ সেপ্টেম্বরমাছের ঘেরে খাবারের সন্ধানে নেমেছে বক। বরমী, শ্রীপুর, গাজীপুর। ১৩ সেপ্টেম্বরবিক্রির জন্য খেত থেকে লাউশাক তুলছেন এক চাষি। মমিনপুর, রংপুর, ১৩ সেপ্টেম্বরগাছের ডালে রশির সঙ্গে কাপড় বেঁধে দোলনা বানানো হয়েছে। গ্রামের শিশুদের প্রায়ই এমন দোলনায় ঝুলতে দেখা যায়। বদরগঞ্জ, রংপুর, ১৩ সেপ্টেম্বরপথের ধারে ফুটেছে গাঢ় বেগুনি বুনোফুল; যা সাধারণত মর্নিং গ্লোরি (ভোরের শোভা) নামে পরিচিত। বান্দরবান-রুমা সড়ক, বান্দরবান, ১৩ সেপ্টেম্বরআক্তার হোসেন নিজের ১৮ শতাংশ জমিতে চাষ করেছেন বরবটি। সেই জমি পরিচর্যায় ব্যস্ত তিনি। লালমাই, কুমিল্লা, ১৩ সেপ্টেম্বরবৃষ্টিভেজা সকালে বাগানের মেঠো পথ ধরে চা-পাতা তুলতে যাচ্ছেন নারী শ্রমিকেরা। দলদলি চা-বাগান, সিলেট, ১৩ সেপ্টেম্বরসিলেট নগরের বিভিন্ন এলাকার পাড়া-মহল্লার সড়ক বেহাল। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কে জমেছে বৃষ্টির পানি, ভোগান্তি নিয়ে চলছে যানবাহন। বালুচর, সিলেট, ১৩ সেপ্টেম্বরজীবিকার তাগিদে রাস্তায় ঘুরে ঘুরে রঙিন বেলুন বিক্রি করছে এই কিশোর। অনন্ত মোড়, পাবনা, ১৩ সেপ্টেম্বরকৃষিকাজে এখন সর্বত্র আধুনিক যন্ত্রের ব্যবহার। কিন্তু এই যুগেও গরু দিয়ে জমিতে হালচাষ দিচ্ছেন আমিন উদ্দিন। দোপকোলা, দোগাছি, পাবনা, ১৩ সেপ্টেম্বর সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে ভিজে টুকরি নিয়ে কাজের উদ্দেশ্যে বেরিয়েছেন এক নারী শ্রমিক। টিলাগড়, সিলেট, ১৩ সেপ্টেম্বর