ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে আজ শনিবার রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। তাই বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। সদর রোড, বরিশাল, ২০ ডিসেম্বরসকালের মিষ্টি রোদে এক পাঠক প্রথম আলো পড়ছেন। যাত্রাবাড়ী, ঢাকা, ২০ ডিসেম্বর
বিজ্ঞাপন
গাছের ডালে থোকায় থোকায় ঝুলে আছে দেশি আমলকী। রাঙাদ্বীপ রিসোর্ট, রাঙামাটি, ২০ ডিসেম্বর
বিজ্ঞাপন
নিষেধাজ্ঞা সত্ত্বেও মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল বেড়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ২০ ডিসেম্বরশীতের তীব্রতা থেকে প্রশান্তি পেতে খড়কুটো জ্বালিয়ে ওম নিচ্ছে গ্রামের কয়েকজন মানুষ। গাংনী, মেহেরপুর, ২০ ডিসেম্বরচন্দ্রপ্রভা ফুলে মধু খেতে এসেছে নীল ভোমরা। কাটাছড়ি, রাঙামাটি, ২০ ডিসেম্বরহাওরের অল্প পানিতে উড়াল জাল দিয়ে মাছ শিকার করছেন এক ব্যক্তি। উফতার হাওর, সদর, সিলেট, ২০ ডিসেম্বরনাটোর থেকে ট্রাকে করে এসেছে খেজুর ও আখের পাটালি গুড়। বিআইডব্লিউটিএ লঞ্চঘাট, খুলনা, ২০ ডিসেম্বরশীতের সকালে মসজিদে ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে যাচ্ছে শিশুরা। হাজিরহাট, রংপুর, ২০ ডিসেম্বরকুয়াশাঘেরা শীতের সকালে মাঠে কাজ করতে যাচ্ছেন তিনি। আরাজি নিয়ামত, রংপুর, ২০ ডিসেম্বরইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। হাইকোর্ট ভবন, ঢাকা, ২০ ডিসেম্বরবাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে উদীচী কেন্দ্রীয় সংসদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সত্যেন সেন চত্বর, ঢাকা, ২০ ডিসেম্বরইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনার দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। প্রেসক্লাব প্রাঙ্গণ, মানিকগঞ্জ, ২০ ডিসেম্বরসিলেট-সুনামগঞ্জ সড়কের সংস্কারকাজ চলছে ধীরগতিতে। সড়কে উড়ছে ধুলাবালু, এর মধ্যে চলাচল করতে হয় লোকজনকে। তেমুখী, সিলেট, ২০ ডিসেম্বরশুষ্ক মৌসুমে সুরমা নদীর পানি কমেছে। প্লাস্টিকের বস্তা দিয়ে তৈরি ভেলায় স্রোতহীন সুরমার জলে ভাসছে দুই কিশোর। সুরমা নদী, কুমারগাঁও, সিলেট, ২০ ডিসেম্বরজৈনাগাছের পাতায় পোকামাকড়ের খোঁজে কাঠশালিক পাখিটি। পিরুজালী, গাজীপুর। ২০ ডিসেম্বরইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির জানাজার সময় ছায়ানট ভবনের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন। ধানমন্ডি, ঢাকা, ২০ ডিসেম্বর