বর্ষবরণ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈশাখী মেলায় আনন্দঘন সময় কাটাতে নাগরদোলায় চড়েন অনেকে। চারুকলা ইনস্টিটিউট, ঢাকা, ১৪ এপ্রিলচারুকলা ইনস্টিটিউটে বৈশাখী মেলায় মাটির তৈরি জিনিস কিনছেন ক্রেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ১৪ এপ্রিল
বিজ্ঞাপন
বৈশাখী আনন্দে শিশু। চারুকলা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৪ এপ্রিল
বিজ্ঞাপন
নববর্ষে রমনা পার্ক লেকে নৌকায় চড়েন অনেকেবাংলা বর্ষবরণ উপলক্ষে বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষক-শিক্ষার্থীদের শোভাযাত্রা। বাবুডাইং, গোদাগাড়ী, রাজশাহী, ১৪ এপ্রিলকুমিল্লায় বৈশাখী শোভাযাত্রাসহ বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষকে স্বাগত জানানো হয়। কান্দিরপাড়, কুমিল্লা, ১৪ এপ্রিলমাহা সাংগ্রাইং উপলক্ষে মারমা উন্নয়ন সংসদের আয়োজনে মৈত্রী পানি বর্ষণে (জলকেলি) মেতে উঠেছেন তরুণ-তরুণীরা। পানখাইয়াপাড়া, খাগড়াছড়ি, ১৪ এপ্রিলবাংলা নববর্ষে সিলেটের বিভিন্ন এলাকায় বর্ষবরণের অনুষ্ঠান হয়। বৈশাখী সাজে সেজে নগরের কিনব্রিজ এলাকায় ঘুরতে এসেছেন তাঁরা। কিনব্রিজ, সিলেট, ১৪ এপ্রিলপ্রতিবছরের মতো এবারও বাংলা নববর্ষের প্রথম দিনে নগরের রাজগঞ্জ বাজারে কাতলা মাছের মেলা বসেছে। রাজগঞ্জ বাজার, কুমিল্লা, ১৪ এপ্রিলবাংলা নববর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, রাজশাহী, ১৪ এপ্রিলবাংলা নববর্ষ-১৪৩২ উদ্যাপনে শেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। রঘুনাথ বাজার, শেরপুর, ১৪ এপ্রিলপয়লা বৈশাখের সকালে আবাহনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় উদীচী শিল্পীগোষ্ঠী। শিশু উদ্যান মুক্ত মঞ্চ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ১৪ এপ্রিলবর্ষবরণের শোভাযাত্রায় বড় আকারের এই হরিণের প্রতিকৃতি অনেকের দৃষ্টি আকর্ষণ করে। খুলনা বিশ্ববিদ্যালয়, ১৪ এপ্রিলপয়লা বৈশাখে বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জিলা স্কুলের সামনের সড়ক, বগুড়া, ১৪ এপ্রিলপাখির জন্য রাখা রুটি ছিঁড়ে খাচ্ছে চড়ুই। বিশ্ববিদ্যালয় খেলার মাঠ, খুলনা, ১৪ এপ্রিল