একঝলক (১৫ জুন ২০২৫)

রাজশাহীতে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুমড়েমুচড়ে গেছে অ্যাম্বুলেন্সটি। মোসলেমের মোড়, কাটাখালী, পবা, রাজশাহী, ১৫ জুন
ছবি: শফিকুল ইসলাম
ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় গতিরোধকের রং মুছে যাওয়ায় সহজে চেনা যাচ্ছিল না। দুর্ঘটনা এড়াতে সড়ক বিভাগ থেকে সম্প্রতি রং করানো হয়। রাজবাড়ী, গোয়ালন্দ বাসস্ট্যান্ড, ১৫ জুন
কানসাট আমবাজারের মূল বাজারের বাইরে কানসাট-সোনামসজিদ সড়কের পাশে খরকপুরে বসেছে বাজার। শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, ১৫ জুন
আষাঢ়ের প্রথম দিনেই সকাল থেকে থেমে থেমে বৃষ্টি পড়েছে খুলনায়। চাল থেকে ঝরে পড়া বৃষ্টির পানিতে শিশুর উচ্ছ্বাস। বাস্তুহারা, খুলনা, ১৫ জুন
বগুড়া জেলা ও দায়রা জজ আদালত চত্বরের দেবদারু, মেহগনি, কাঁঠালসহ ছোট–বড় ১০ থেকে ১২টি গাছ কেটে ফেলা হয়েছে। জেলা ও দায়রা জজ আদালত চত্বর, বগুড়া, ১৫ জুন
মাঠের বোরো ধান কাটা প্রায় শেষ। রোদে শুকিয়ে ওড়ানো শেষে লোকজন নিয়ে ধান বস্তাভর্তি করছেন কৃষক আবদুল হান্নান ব্যাপারী। পূর্ব উজানচর নতুন পাড়া, গোয়ালন্দ উপজেলা, রাজবাড়ী, ১৫ জুন
যানবাহন নিয়ে ঘাট ছেড়ে যাওয়ার সময় একটি কেটাইপ (মাঝারি) আকারের ফেরি থেকে এভাবে কালো ধোঁয়া বের হতে থাকে। ফেরির কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে এলাকা। দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট, গোয়ালন্দ, রাজবাড়ী, ১৫ জুন
ঈদের ছুটির পর স্বাভাবিক হয়েছে হাটবাজার। চাহিদা বাড়ায় আবার কলা আমদানি শুরু হয়েছে। জমি থেকে আনা কলা নেওয়া হচ্ছে পাইকারি বাজারে। বড়বাজার, পাবনা, ১৫ জুন
চরাঞ্চলের বাহন ঘোড়ার গাড়ি। স্বল্প খরচে মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত এই ঘোড়ার গাড়ির কদর এখনো রয়েছে। ঘোড়ার গাড়িতে করে মালামাল নিয়ে গন্তব্যে যাচ্ছেন গাড়োয়ান। শমসের মাতুব্বরের ডাঙ্গী, চর মাধবদিয়া, ফরিদপুর ১৫ জুন
তালগাছের পাতায় ঝুলন্ত বাসা তৈরি করছে বাবুই পাখি। গাড়ারন, শ্রীপুর, গাজীপুর, ১৫ জুন
আষাঢ়ের প্রথম দিনে একপশলা বৃষ্টি। শিরোইল ঢাকা বাস টার্মিনাল, রাজশাহী, ১৫ জুন
দীর্ঘ ১০ দিন ঈদের ছুটি শেষে সরকারি–বেসরকারি সব প্রতিষ্ঠান খুলেছে। প্রথম দিনে ব্যাংকে গ্রাহকেরা এসেছেন সেবা নিতে। ব্যাংকে গ্রাহকদের উপস্থিতি ছিল তুলনামূলক বেশি। বগুড়া রোড, বরিশাল নগর, ১৫ জুন
মাছ শিকার শেষে ডিঙিনৌকায় বাড়ি ফিরছেন এক জেলে। তাড়াইলের দামিহা, কিশোরগঞ্জ, ১৫ জুন
পদ্মা নদীতে গোসল সেরে রান্নার জন্য কলসিতে পানি ভরে বাড়ি ফিরছে দুই কিশোরী। বালিয়াডাঙ্গী, ডিক্রির চর, ফরিদপুর ১৫ জুন
রাঙ্গুই জাতের আমের ফলন হয়েছে পাহাড়ে বেশ। বাগানিরা গ্রাম থেকে ইঞ্জিনচালিত নৌকায় নিয়ে বিক্রি করতে এসেছেন রাঙামাটি শহরের বনরূপা সমতা ঘাটে। শহর থেকে আসা পাইকারেরা কিনে নিয়ে যান এই আম-কাঁঠাল। বনরূপা সমতা ঘাট, রাঙামাটি, ১৫ জুন
বাংলাদেশের সর্ববৃহৎ বিল চলনবিল। সেখানে বর্ষার পানিতে দুরন্তপনায় মেতেছে শিশু–কিশোরেরা। দাহিয়া ডোবা সেতু এলাকা, সিংড়া উপজেলা, নাটোর, ১৫ জুন