একঝলক (১৪ জুন ২০২৫)

বাহারি রঙের প্রজাপতির দেখা মিলেছে বুনো ফুলের ডালে। রাইন্ন্যা টুগুন রিসোর্ট এলাকা, রাঙামাটি, ১৪ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
রাঙ্গুই জাতের আমের ফলন বেশ ভালো হয়েছে পাহাড়ে। বাগানিরা গ্রাম থেকে ইঞ্জিনচালিত নৌকায় ভর্তি করে বিক্রি করতে এসেছেন শহরের সমতা ঘাটে। বনরূপা, রাঙামাটি, ১৪ জুন
করতোয়া নদীর দুই পাড়ে রশি টানানো। নদীতে নৌকায় উঠে এই রশি টেনে দুই পারের মানুষজনের আসা-যাওয়া। কালীতলা ঘাট, উত্তর সাহাপাড়া, শেরপুর, বগুড়া, ১৪ জুন
ভোর পাঁচটা থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শহীদনগর থেকে গৌরীপুর পর্যন্ত ৩ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ১৪ জুন
প্রচণ্ড রোদ আর গরম উপেক্ষা করে চাতালে ধান শুকাচ্ছেন শ্রমিকেরা। দেওয়ানটুলি, রংপুর, ১৪ জুন
টগর ফুলের শোভা। সুগন্ধি ছড়ায় রাতে। রাঙামাটি, ১৪ জুন
জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা নিতে এসেছেন রোগীরা। জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল, ঢাকা, ১৪ জুন
পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কর্মস্থলে ফেরার পালা। পরিবহনসংকটে ঝুঁকি নিয়ে অনেকে বাসের ছাদে বসে ফিরছেন। বনানী, শাজাহানপুর, বগুড়া, ১৪ জুন
বছর ঘুরে ফিরে এসেছে বর্ষা মৌসুম। তাই আগেই নিচু এলাকার ধান কেটে মাড়াই করে ঘরে তোলার কাজে ব্যস্ত কৃষক। আশুতোষপুর, পাবনা, ছবি সম্প্রতি তোলা
নেমেছে ঝুম বৃষ্টি। এর মধ্যেই ছাতা মাথায় সাইকেল চালিয়ে গন্তব্যে যাচ্ছেন এক ব্যক্তি। শালগাড়িয়া, পাবনা, ছবি সম্প্রতি তোলা
ভাঙারি মালামালের বস্তার ওপর একজনকে বসিয়ে ঝুঁকি নিয়ে গন্তব্যে যাচ্ছে মহাসড়কে চলাচল নিষিদ্ধ নছিমন। ঢাকা-খুলনা মহাসড়কের বদরপুর এলাকা, ফরিদপুর, ১৪ জুন
খাবারের খোঁজে ডাল থেকে ডালে ঘুরছে ফটিকজল পাখি। হরিণটানা, খুলনা, ১৪ জুন
মাড়াই শেষে বাড়ির উঠানে বসে তিল পরিষ্কার করে নিচ্ছেন গৃহবধূ। সাইবেরিয়া, কানাইপুর, ফরিদপুর, ১৪ জুন
ঈদ উপলক্ষে দোতলা বাসসেবা দিচ্ছে বিআরটিসি। যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে বিআরটিসির একটি বাস। নথুল্লাবাদ বাসস্ট্যান্ড, বরিশাল, ১৪ জুন
কয়েক দিনের তাপপ্রবাহের পর বিকেলে নেমেছে বৃষ্টি। এতে বাইরে বের হওয়া লোকজন সাময়িক অসুবিধায় পড়লেও ফিরেছে স্বস্তি। চৌরঙ্গী মোড়, পঞ্চগড়, ১৪ জুন
বর্ষার আগমনী বার্তা নিয়ে ফুটেছে শুভ্র চালতা ফুল। এডওয়ার্ড কলেজ ক্যাম্পাস, পাবনা, ১৪ জুন
কাঠফাটা গরমে ডাবের পানির বেশ চাহিদা রয়েছে। পাইকারি দরে ডাব কিনে দোকানে নেওয়া হচ্ছে খুচরা বিক্রির জন্য। কিনব্রিজ এলাকা, সিলেট, ১৪ জুন
মোটরসাইকেলে ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে গন্তব্যে যাচ্ছে একটি পরিবার। কিন্তু আরোহী নারী ও শিশুটির মাথায় নেই হেলমেট। কাশিপুর, বরিশাল, ১৪ জুন