একঝলক (১৮ ফেব্রুয়ারি ২০২৫)

পাইকারি ব্যবসায়ীরা টমেটোচাষিদের কাছ থেকে টমেটো কিনেছেন। খুলনা-বরিশাল মহাসড়কের পাশে বসে বাছাই সেসব টমেটো ক্যারেটে রাখছেন এক ব্যবসায়ী। এসব ঢাকায় পাঠানো হবে। সিএনবি বাজার, বাগেরহাট, ১৮ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
শুষ্ক মৌসুমে করতোয়ার শাখানদীতে বোরো ধানের চারা রোপণ করা হয়েছে। নশিপুর বালুপাড়া, গাবতলী, বগুড়া, ১৮ ফেব্রুয়ারি
শীত-বসন্তের ফুল সূর্যমুখী। ফুল দেখতে কিছুটা সূর্যের মতো হওয়ায় এর নাম হয়েছে সূর্যমুখী। সার্কিট হাউস প্রাঙ্গণ, সিলেট, ১৮ ফেব্রুয়ারি
বোরোর জমিতে চাষাবাদের জন্য গ্রামীণ মেঠো পথ ধরে পাওয়ার টিলার নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি, সঙ্গে চলেছে শিশুর দল। নশিপুর বালুপাড়া, গাবতলী, বগুড়া, ১৮ ফেব্রুয়ারি
বাগেরহাটের মাছের ঘেরে পারশে মাছের চাষ বেশ সমাদৃত। ভ্যানে করে এক বিক্রেতা পারশে মাছের পোনা বিক্রি করতে এসেছেন ১ হাজার ৪০০ টাকা প্রতি কেজি দরে। ঘের চাষিরা ভিড় করেছে সে মাছের পোনা কিনতে। ফুলবাড়ী, বাগেরহাট, ১৮ ফেব্রুয়ারি
বোরো খেতে আগাছা জন্মানো শুরু হয়েছে। জমির আগাছা পরিষ্কার করছেন দুই কৃষক। কাউনিয়া, রংপুর, ১৮ ফেব্রুয়ারি
ইঞ্জিনচালিত নৌকায় তুলে আরেক ইঞ্জিন গন্তব্যে নিয়ে যাচ্ছেন নির্মাণশ্রমিকেরা। শিলার ডাক, রাঙামাটি, ১৮ ফেব্রুয়ারি
ডালে ডালে ফোটা বসন্তের ফুল অশোকের মধু সংগ্রহ করতে ঘুরছে মৌমাছি। দাপুনিয়া, পাবনা, ১৮ ফেব্রুয়ারি
শুকনা মৌসুমে খাল-বিল-নদীতে পলো দিয়ে মাছ শিকার করেন অনেকে। এই সময়ে অনেকে নতুন পলো কেনেন। নতুন পলো বিক্রির জন্য সাজিয়ে রাখছেন এক বিক্রেতা। কিনব্রিজ এলাকা, সিলেট, ১৮ ফেব্রুয়ারি
বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মোরগ লড়াইয়ে অংশ নিয়েছে শিক্ষার্থীরা। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৮ ফেব্রুয়ারি
বাঁশবাগানে চষে বেড়াচ্ছে বুলবুলি পাখি। বাইশটিলা, সিলেট, ১৮ ফেব্রুয়ারি
আগামী ১৯ থেকে ২৫ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হার্ড পয়েন্টে অনুষ্ঠিত হবে সপ্তম জাতীয় কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প (কমডেকা)। তাতে অংশ নেওয়ার জন্য মাটির পাতিলে রং করে প্রস্তুতি নিচ্ছেন সরকারি আজিজুল হক কলেজের স্কাউটিংয়ের সদস্যরা। সরকারি আজিজুল হক কলেজ চত্বর, বগুড়া, ১৮ ফেব্রুয়ারি
সূর্যের লালচে আলোয় পাহাড়ঢাকা কুয়াশা সরে যাচ্ছে ধীরে ধীরে। বটতলী মোনপাড়া, রাঙামাটি, ১৮ ফেব্রুয়ারি
বসন্তে সিলেটের পাহাড় আর টিলায় জেগেছে নতুন প্রাণ। গাছের ডালপালা আবার ভরে উঠেছে রঙিন কচি পাতায়। দলদলি রাবারবাগান, সিলেট, ১৮ ফেব্রুয়ারি
জমিতে চাষ দিতে এসে লাঙলের ফলা পরিবর্তন করে নিচ্ছেন এক কৃষক। কাইমউদ্দিন মাতুব্বরেরডাঙ্গী, ফরিদপুর, ১৭ ফেব্রুয়ারি
ডিঙি চালিয়ে বিদ্যালয়ে যেতে হয় কাপ্তাই উপজেলার কলাবুনিয়া গ্রামের শিক্ষার্থীদের। প্রতিদিন এভাবেই কাদা পার হয়ে নৌকায় উঠতে হয় তাদের। কলাবুনিয়া, কাপ্তাই, রাঙামাটি, ১৮ ফেব্রুয়ারি
কৃষকের ঘরে উঠছে শর্ষে। মাড়াই শেষে বাড়ির পাশে মাঠে পরিষ্কারের কাজ সেরে নিচ্ছেন এক গৃহবধূ। বর্তমান বাজারে প্রতি মণ সর্ষে ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে, ফরিদপুর, ১৭ ফেব্রুয়ারি
কুড়িয়ানা খাল দিয়ে নৌকায় নানা ধরনের সবজি নিয়ে ঝালকাঠি যাচ্ছেন বিক্রেতারা। কুড়িয়ানা, নেছারাবাদ, পিরোজপুর, ১৮ ফেব্রুয়ারি
মাতামুহুরী নদীতে মশারি দিয়ে মাছ খুঁজছেন দুই মারমা নারী। বাবুপাড়া, আলিকদম, বান্দরবান, ১৭ ফেব্রুয়ারি
একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ধোয়ামোছার কাজ চলছে। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা, ১৮ ফেব্রুয়ারি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর থেকে গৌরীপুর পর্যন্ত ৬ কিলোমিটার সড়কে কুয়াশার কারণে ১১টি যানবাহন দুর্ঘটনার শিকার হয়। এতে মহাসড়কের তীব্র যানজট সৃষ্টি হয়। দাউদকান্দি, কুমিল্লা, ১৮ ফেব্রুয়ারি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরা শেষে নিয়ে যাওয়া হচ্ছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপিসহ ১৪–দলীয় জোটের নেতাদের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা, ১৮ ফেব্রুয়ারি