একঝলক (১৭ জানুয়ারি ২০২৫)

‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতির ছবি পাঠ্যপুস্তকে পুনঃস্থাপন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার দাবিতে মশালমিছিল বের করা হয়। শাহবাগ, ঢাকা, ১৭ জানুয়ারি
ছবি: সাজিদ হোসেন
ফার্মগেটের পদচারী–সেতুতে অবৈধভাবে গড়ে উঠেছে ভ্রাম্যমাণ দোকান। সেতুজুড়ে হকারদের দোকানের কারণে পথচারীদের চলাচল কঠিন হয়ে পড়ে। ঢাকা, ১৭ জানুয়ারি
এমবিবিএস ভর্তি পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বেরিয়ে আসার পর সন্তানের অভিজ্ঞতা শুনে আদর করছেন মা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন কেন্দ্র, ১৭ জানুয়ারি
ধনিয়াখেতে আগাছা মারতে কীটনাশক ছিটাচ্ছেন বর্গা চাষি আন্না বেগম। নরকান্দা, ফরিদপুর, ১৭ জানুয়ারি
ইজতেমা মাঠ প্রস্তুতির কাজে ব্যস্ত মুসল্লিরা। টঙ্গী, ১৭ জানুয়ারি
মোটরসাইকেলচাপায় ছানাটি মারা যাওয়ার পর পাশে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে মা কুকুর। বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও, ১৭ জানুয়ারি
সন্ধ্যায় ফুল গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে চাঁদ। কিশোরগঞ্জ, ১৭ জানুয়ারি
হাটে তোলার আগে আলু পরিষ্কার করে নিচ্ছেন। গৌরীপুর, ময়মনসিংহ, ১৭ জানুয়ারি
শীতের দিনে বিভিন্ন জাতের পাখি দেখা যায়। সকালের আলো ফুটতেই খাবারের সন্ধানে দলবেঁধে উড়ে যাচ্ছে এক ঝাঁক সাদা বক। দেবোত্তর, আটঘরিয়া, পাবনা, ১৭ জানুয়ারি
পাবনায় চলছে ১০ দিনব্যাপী পুষ্পমেলা। সকাল থেকে রাত পর্যন্ত এই মেলায় ভিড় করেছেন বৃক্ষ ও ফুলপ্রেমীরা। মেলা চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত। স্বাধীনতা চত্বর, পাবনা, ১৭ জানুয়ারি
বেশি দাম পাওয়ার লক্ষ্যে বিলম্বে আবাদকৃত ফুলকপির খেতের মাটি আলগা করে দিচ্ছেন কৃষক বাবুল মিয়া। বিটেশ্বর, দাউদকান্দি, কুমিল্লা, ১৭ জানুয়ারি
শীতের সকালে ডিঙিনৌকা নিয়ে গ্রাম থেকে রাঙামাটি শহরে ফসল বিক্রি করতে আসছেন দুই ব্যক্তি। রাঙামাটি, ১৭ জানুয়ারি
রাঙামাটি সরকারি কলেজে অ্যাকাউন্টিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুইটি চাকমা। নিজের পড়াশোনার খরচ জোগান দিতে কোমর তাঁতে ওড়না হাদি বুনছেন তিনি। রাঙামাটি, ১৭ জানুয়ারি
ভারত থেকে আমদানি করা আদা সাতক্ষীরার ভোমরা সীমান্ত হয়ে পৌঁছেছে খুলনার আড়তে। আমদানি করা এ আদা আনতে খরচ পড়েছে কেজিপ্রতি ৬০ টাকা ৬৫ পয়সা। রকেট ঘাট, খুলনা, ১৭ জানুয়ারি
নিজের ফলানো সবজি সাইকেলে নিয়ে বিক্রির জন্য বের হয়েছেন এক কৃষক। ই বি সড়ক, সিরাজগঞ্জ, ১৭ জানুয়ারি