ফুটেছে সূর্যমুখী ফুল। ফুলবাড়ি গেট, খুলনা, ১৭ এপ্রিলসকাল সকাল বাড়ির উঠানে ধান সেদ্ধ করছেন গৃহবধূ নাসিমা বেগম। সেই ধান রোদে শুকিয়ে মিল থেকে ভাঙিয়ে চাল করা হবে। বউঘাটা, গেরদা, ফরিদপুর, ১৭ এপ্রিলখাবারের খোঁজে ডোবার ধারে বালিহাঁসের ঝাঁক। কাঁঠালতলি, রাঙামাটি, ১৭ এপ্রিলঝেড়ে কলাই ডালের ময়লা পরিষ্কার করছেন গ্রামের এক নারী। পাইকাররা এসে প্রতি মণ ডাল দুই হাজার টাকা দরে কিনে নিয়ে যান। আইচা, শায়েস্তাবাদ, বরিশাল, ১৭ এপ্রিল
বিজ্ঞাপন
সীমান্ত এলাকায় নেমে এসেছে বুনো হাতির পাল। মায়াঘাঁসি গ্রাম, নালিতাবাড়ী, শেরপুর, ১৭ এপ্রিলখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে বিশৃঙ্খলাকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা মানববন্ধন করেছেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ১৭ এপ্রিল
বিজ্ঞাপন
ধান মাড়াইয়ের পর খড়কুটো ঝাড়ছেন এক পাহাড়ি নারী। হেডম্যানপাড়া, কুতুকছড়ি, রাঙামাটি, ১৭ এপ্রিলসফেদা ফল। ফলটি খেতে যেমন ভালো, পুষ্টিতেও ভরপুর বলে জানান পুষ্টিবিদেরা। ভ্রাম্যমাণ ফল ব্যবসায়ী সাইফুল ১৮০ টাকা কেজি দরে বিক্রি করছেন ফলটি। কান্দিরপাড়, কুমিল্লা, ১৭ এপ্রিলডাঁটাশাকের খেত পরিচর্যায় ব্যস্ত কিষানিরা। খর্নিয়া, ডুমুরিয়া, খুলনা, ১৭ এপ্রিলগবাদি পশুর খাবার ধানের খড় শহরে বিক্রি করতে যাচ্ছেন এক ব্যক্তি। গোয়ালচামট, ফরিদপুর, ১৭ এপ্রিলসুরমা নদীর ওপর নির্মিত শাহজালাল সেতুর পাশের ফুটপাতের ঢাকনার অংশ ভেঙে গেছে। ভাঙা স্থান দিয়ে হাঁটতে গিয়ে বিপাকে পড়েন লোকজন। এতে দুর্ঘটনা ঘটে। শাহজালাল সেতু, সিলেট, ১৭ এপ্রিলবৃষ্টিস্নাত সাদা জবা বাগানের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে অনেকখানি। রণতিথা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৭ এপ্রিল মাথায় হেলমেট নেই। ঝুঁকি নিয়ে এক মোটরসাইকেলে চেপেছেন তিনজন। শাহজালাল সেতু, সিলেট, ১৭ এপ্রিলজাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপি সংস্কার কমিশন কমিটির বৈঠক। এলডি হল, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৭ এপ্রিলখাবারের খোঁজে ছুটছে একটি কাঠবিড়ালি। ভাসু বিহার, শিবগঞ্জ, বগুড়া, ১৭ এপ্রিলবৃষ্টিতে ভিজে শিক্ষার্থীদের আনন্দ। খামারবাড়ি, ঢাকা, ১৭ এপ্রিলবিক্রির জন্য শহরে নিয়ে যাওয়া হচ্ছে মাটির হাঁড়ি। টেংরা এলাকা, বগুড়া সদর, ১৭ এপ্রিলবিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ১৩ বছর পূর্ণ হচ্ছে আজ বৃহস্পতিবার। তাঁকে অক্ষত ফিরে পাওয়ার দাবিতে সিলেট জেলা বিএনপির আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করেন দলের নেতা-কর্মীরা। কোর্ট পয়েন্ট, সিলেট, ১৭ এপ্রিলপিকআপে মালামালের ওপর ঝুঁকি নিয়ে উঠেছেন কয়েকজন। হঠাৎ বৃষ্টি নামলে ভিজে যাওয়া থেকে বাঁচার চেষ্টায় একজন। হুমায়ুন রশীদ চত্বর, সিলেট, ১৭ এপ্রিলদেশের অনেক অঞ্চলের মতো রংপুরে সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। তাই ছাতা কিনতে দোকানে ভিড় বেড়েছে। প্রতিটি ছাতা প্রকারভেদে ১০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। তালতলা বাজার, রংপুর, ১৭ এপ্রিলবৃষ্টিতে ভিজে স্বল্প আয়ের মানুষ ওএমএসের চাল ও আটা কিনছেন। আদর্শপাড়া, রংপুর, ১৭ এপ্রিলবানার নদের পাড়ে গাছের ডালে বসে আছে হলদে ময়না পাখিটি। গোসিংগা, শ্রীপুর, গাজীপুর, ১৭ এপ্রিল