শহর থেকে লেপ–তোশক গ্রামে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। নিমগাছি, ধুনট, বগুড়া, ১২ জানুয়ারিবীজতলা থেকে ইরি ধানের চারা তুলছেন নারী কৃষিশ্রমিকেরা। চক আহসানখালি, বটিয়াঘাটা, খুলনা, ১২ জানুয়ারি
জলাশয়ের দুই পারে শীতকালীন শাকসবজির চাষ করেছেন চাষিরা। কুতুকছড়ি, রাঙামাটি, ১২ জানুয়ারিফুলকপির ক্রেতা নেই, খেত থেকে ফুলকপি তুলে গরুকে খাওয়াচ্ছেন কৃষক। ভবনিডাঙ্গী, রানীশংকৈল, ঠাকুরগাঁও, ১২ জানুয়ারিরোদে শুকানো খাইস্যা শিম থেকে বীজ সংগ্রহ করছে পাহাড়ি দুই শিশু। ডলুপাড়া, নোয়াপাড়া, বান্দরবান, ১২ জানুয়ারিকাপ্তাই হ্রদে পানকৌড়ি পাখি। কাটাছড়ি, রাঙামাটি, ১২ জানুয়ারিগ্রামীণ লোকালয়ে ইটভাটা। বায়ুদূষণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। খোট্টাপাড়া, শাজাহানপুর, বগুড়া, ১২ জানুয়ারিউচ্চফলনশীল জাতের ঘাসের আবাদ বেশ লাভজনক। একবার ঘাস কেটে বিক্রির পর গাছের গোড়া থেকে আবার গজাবে ঘাস। তাই পরিচর্যায় ব্যস্ত এই কিষানি। জমিদারপাড়া, রংপুর, ১২ জানুয়ারিশীতের সকালে পুকুর থেকে পানি নিয়ে বোরো ধানের বীজতলায় সেচ দিচ্ছেন কৃষক। জগদীশপুর, রংপুর, ১২ জানুয়ারিশীতকালে গ্রামাঞ্চলে পিঠা তৈরির ধুম পড়ে। এ সময় চাহিদা বেড়ে যায় পিঠা তৈরির ছাঁচের। পালপাড়ায় মাটির ছাঁচ তৈরি শেষে রোদে শুকাচ্ছেন গৃহবধূ কামনা রানী পাল। এসব ছাঁচ পাইকারি ৬০ টাকা ধরে বিক্রি করবেন তিনি। বাহিরদিয়া, অম্বিকাপুর, ফরিদপুর গরু নিয়ে মাঠে যাচ্ছেন এক প্রবীণ। দলদলি চা-বাগান, সিলেট, ১২ জানুয়ারিশীত মৌসুমে চা-বাগানে পাতা তোলা কমে যায়। এ সময় চা–গাছের মাথা ছাঁটাই করার কাজে ব্যস্ত থাকেন শ্রমিকেরা। মালনীছড়া, সিলেট, ১২ জানুয়ারিঠান্ডায় জবুথবু হয়ে রোদের অপেক্ষায় বসে কসাই পাখি। চর রাধান্তপুর, পাবনা, ১২ জানুয়ারিরাজধানীতে চলছে তীব্র গ্যাস–সংকট। বাসাবাড়ির পাশাপাশি সিএনজি স্টেশনগুলোতেও থাকছে না গ্যাস। বেশির ভাগ সিএনজি স্টেশনগুলোতে গ্যাস নেই এই নোটিশ দেখা যায়। তেজগাঁও সাতরাস্তা, ঢাকা, ১২ জানুয়ারিনিজেরা খাওয়ার জন্য মুলা তুলে বাড়ি ফিরছেন এই কৃষক। ভাড়ইমারী, ঈশ্বরদী, পাবনা, ১২ জানুয়ারি