Thank you for trying Sticky AMP!!

একঝলক (১৪ এপ্রিল ২০২৪)

নববর্ষের মঙ্গল শোভাযাত্রায় বাউল পরিষদের লাঠিখেলার দল। শহীদ রবিউল ইসলাম সড়ক, চুয়াডাঙ্গা, ১৪ এপ্রিল
দীর্ঘদিন ধরে পাবনায় বৈশাখী উৎসব ও মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে স্কয়ার গ্রুপ। ‘হৃদয় নাচে বৈশাখী সাজে’ স্লোগানে বর্ণিল শোভাযাত্রাটি জেলা শহরের স্বাধীনতা চত্বর থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি এডওয়ার্ড কলেজে গিয়ে শেষ হয়। আবদুল হামিদ সড়ক, পাবনা, ১৪ এপ্রিল
পয়লা বৈশাখ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শহরে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। মুজিব সড়ক এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ১৪ এপ্রিল
বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বের করেন প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষক-শিক্ষার্থীরা। বাবুডাইং, গোদাগাড়ী, রাজশাহী, ১৪ এপ্রিল
খাগড়াছড়িতে মারমা সম্প্রদায়ের মাহা সাংগ্রাই উপলক্ষে মারমা উন্নয়ন সংসদের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা। পানখাইয়াপাড়া, খাগড়াছড়ি, ১৪ এপ্রিল
‘হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে’ স্লোগানে বগুড়া থিয়েটারের আয়োজনে সাত দিনব্যাপী বৈশাখী মেলা শুরু হয়েছে। সেই মেলার মঞ্চে গানের সঙ্গে সঙ্গে মাছ কাটেন নতুন বউ। এডওয়ার্ড পার্ক, বগুড়া শহর, ১৪ এপ্রিল
কুমিল্লা নগরের রাজগঞ্জ বাজারসহ আশপাশের সড়কে প্রতিবছর বৈশাখের প্রথম দিন বসে কাতলা মাছের মেলা। মেলায় অন্যান্য মাছ থাকলেও কাতলা থাকে উল্লেখযোগ্য। ১৪ এপ্রিল
পয়লা বৈশাখ উদ্‌যাপন উপলক্ষে বগুড়া জেলা প্রশাসকের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। সাতমাথা এলাকা, বগুড়া শহর, ১৪ এপ্রিল
সিলেটে বাংলা নববর্ষের প্রথম দিন স্বাস্থ্য সচেতনতা বাড়াতে সিলেট নগরে ১৪ কিলোমিটার ‘বৈশাখী দৌড়’–এর আয়োজন করা হয়। নগরের আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের সামনে থেকে দেড় শতাধিক নারী-পুরুষ বৈশাখী দৌড়ে অংশ নেন। বৈশাখী দৌড়ের আয়োজন করে সিলেট ম্যারাথন রানার্স ও সুনামগঞ্জ ফিটনেস কমিউনিটি। সকাল সোয়া ছয়টা, মেন্দিবাগ, সিলেট, ১৪ এপ্রিল
সিলেটে পয়লা বৈশাখে শিশু-কিশোরদের সংগঠন পাঠশালার আয়োজনে শোভাযাত্রা বের করা হয়। কিনব্রিজ, সিলেট, ১৪ এপ্রিল
পয়লা বৈশাখের প্রভাতি অনুষ্ঠান উপভোগ করতে এবং মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে বাবার সঙ্গে এসেছে এক শিশু। ব্রজমোহন বিদ্যালয় প্রাঙ্গণ, বরিশাল নগর, ১৪ এপ্রিল
রংপুরে জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রায় গরুর গাড়ি। কাছারিবাজার, রংপুর। ১৪ এপ্রিল
পয়লা বৈশাখে মঞ্চে নৃত্যশিল্পীদের নাচের সঙ্গে তাল মিলিয়ে নাচছেন দর্শকসারিতে থাকা নারীরা। খুলনা সার্কিট হাউস এলাকা, ১৪ এপ্রিল