বৃষ্টিতে ভেজার পর যেন আরও সতেজ হয়ে উঠেছে ফুল। অশোকতলা, কুমিল্লা, ১৪ সেপ্টেম্বরচাতালে শুকাতে দেওয়া ধান বৃষ্টিতে ভিজে যাওয়ার আশঙ্কায় তড়িঘড়ি করে গুছিয়ে নিচ্ছেন শ্রমিকেরা। হাসুর মার ঘাট, দিঘলিয়া, খুলনা, ১৪ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
মালচিং পদ্ধতিতে শসার চারা রোপণ করেছেন চাষি। খেতের ওপর বাঁশের মাচা প্রস্তুত করা হচ্ছে। বিরামপুর, দিনাজপুর, ১৪ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
নদীতে নামিয়ে গরুকে গোসল করানো হচ্ছে। গাজীরহাট, দিঘলিয়া, খুলনা, ১৪ সেপ্টেম্বরনদীতে মাছ ধরতে যাওয়ার আগে জাল সারাই করে নিচ্ছেন জেলেরা। নরসিংহপুর, ভেদরগঞ্জ, শরীয়তপুর, ১৪ সেপ্টেম্বর পাকা ধান কাটছেন জুম চাষি। সীতা পাহাড়, কাপ্তাই, রাঙামাটি, ১৪ সেপ্টেম্বরএক পশলা বৃষ্টির পর ঝোপঝাড় থেকে বেরিয়ে এসেছে শিয়াল। বড়িয়ার হাট, শিবগঞ্জ, বগুড়া, ১৪ সেপ্টেম্বরআমন ধানের জমিতে সার ছিটাচ্ছেন কৃষক। আলীশ্বর, কুমিল্লা, ১৪ সেপ্টেম্বরগাছে ঝুলছে ধুন্দুল। বড়িয়ার হাট, শিবগঞ্জ, বগুড়া, ১৪ সেপ্টেম্বরপাহাড়ি ছড়ায় জাল ফেলে মাছ ধরার চেষ্টা করছেন একজন। জামেচ্ছড়ি, কাপ্তাই, রাঙামাটি, ১৪ সেপ্টেম্বররাজধানীতে সকাল থেকে বৃষ্টি পড়ছে। বৃষ্টির কারণে প্রয়োজনীয় বাজার করতে গিয়ে দুর্ভোগে পড়েন ক্রেতারা। উত্তরা দিয়াবাড়ি, ঢাকা, ১৪ সেপ্টেম্বরডিবিএইচ ফাইন্যান্সের শরিয়াহ্ সুপারভাইজারি কমিটির অষ্টম সভা সম্প্রতি কোম্পানির ঢাকার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবিএইচ এ তথ্য জানায়। কমিটির চেয়ারম্যান মুহাম্মাদ সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় কমিটির সদস্য মু. ফরিদউদ্দীন আহমেদ ও জুবায়ের মুহাম্মাদ এহসানুল; ডিবিএইচের এমডি ও সিইও নাসিমুল বাতেন; প্রধান অর্থ কর্মকর্তা মো. আবদুল আহাদসহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেনপাবনা-১ (বেড়া আংশিক সাঁথিয়া) সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে হরতালকারীরা পাবনা-ঢাকা মহাসড়কের বেড়া সিঅ্যান্ডবি মোড়ে গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। সিঅ্যান্ডবি, বেড়া, পাবনা, ১৪ সেপ্টেম্বরপাবনায় হরতাল চলাকালে যাত্রীদের দুর্ভোগ। সিঅ্যান্ডবি, বেড়া, পাবনা, ১৪ সেপ্টেম্বরসাজিয়ে রাখা হয়েছে পাটকাঠি, সেখানে পাটের আঁশ ছাড়ানোর কাজ করছেন কয়েকজন নারী শ্রমিক। আইচা, শায়েস্তাবাদ, বরিশাল, ১৪ সেপ্টেম্বরবেয়ারিং আর কাঠ দিয়ে তৈরি করা গাড়ি নিয়ে দুরন্তপনায় মেতেছে শিশুরা। কামারপাড়া, শায়েস্তাবাদ, বরিশাল, ১৪ সেপ্টেম্বরবিক্রির জন্য নানা ধরনের ঘাস নিয়ে বসে আছেন কৃষকেরা। গবাদিপশুকে খাওয়ানোর জন্য এসব ঘাস কিনে নিয়ে যান খামারমালিকেরা। চতুর বাজার, সাঁথিয়া, পাবনা, ১৪ সেপ্টেম্বরফরিদপুর–৪ আসনের সীমানা পুনর্বহালের দাবিতে ঢাকা-বরিশাল, ঢাকা-খুলনা মহাসড়ক ও রেলপথ অবরোধ করা হয়। এতে ঢাকা থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ভাঙা জংশনে আটকা পড়ে। বামনকান্দা, ফরিদপুর, ১৪ সেপ্টেম্বরকচুপাতায় জমেছে বৃষ্টির পানি। রণতিথা, সিরাজগঞ্জ, ১৪ সেপ্টেম্বরবৈরী আবহাওয়ায় সকাল থেকেই বৃষ্টি ঝরছে। কখনো হালকা, কখনো ভারী। এর মধ্যে খোলা ভ্যানে ছোট শিশুটিকে ছাতার নিচে নিয়ে গন্তব্যে যাচ্ছেন এক মা। কাজির হাট, ফরিদপুর, ১৪ সেপ্টেম্বরসিলেট নগরের বিভিন্ন পাড়া-মহল্লার সড়কগুলো বেহাল। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কে জমেছে বৃষ্টির পানি। বালুচর, সিলেট, ১৪ সেপ্টেম্বরকেন্দ্রীয় শহীদ মিনারে সংগীতশিল্পী ফরিদা পারভীনের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে সর্বস্তরের মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা, ১৪ সেপ্টেম্বরবৃষ্টি নামার আগে আকাশে জমেছে কালো মেঘ। তালতলী সেতু, শায়েস্তাবাদ, বরিশাল, ১৪ সেপ্টেম্বর