১ জানুয়ারি অনুষ্ঠিত হবে দেশব্যাপী বই উৎসব। এরই মধ্যে ইবতেদায়ি, দাখিল ও মাধ্যমিক পর্যায়ের সরকারি বিনা মূল্যের বই চলে এসেছে কুমিল্লা আদর্শ সদর উপজেলার অধিকাংশ স্কুলে। কুমিল্লা হাইস্কুল, কুমিল্লা, ২৯ নভেম্বরসাইকেল নিয়ে কসরত দেখাচ্ছে এক কিশোর, তা দেখে দুরন্তপনায় মেতেছে অন্যজন। নৈহাটি, রূপসা, খুলনা, ২৯ নভেম্বর
বিজ্ঞাপন
বছরের ছয় মাস পাঁপড় বিক্রি করেন সালেহা বেগম। বাকি ছয় মাস কাশফুলের শুকনো গাছ বিক্রি করেন। প্রতিটি পাঁপড় ৫ টাকা করে বিক্রি করেন। নৈহাটি, রূপসা, খুলনা, ২৯ নভেম্বর
বিজ্ঞাপন
আগামী ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে আসবেন। তাই সড়কের উঁচু–নিচু স্থানগুলো ভারী মেশিন দিয়ে সমতল করার কাজ করছে সড়ক ও জনপদ বিভাগ। চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের লতিফপুর ফৌজদারহাট বন্দর বাইপাস এলাকায়। ২৯ নভেম্বরগ্রামের তুলনায় শহরে এখনো শীত কম, তারপরও আগেভাগেই শীতপোশাক কিনতে ভিড় করেছেন ক্রেতারা। ফতুল্লার ডিআইটি মাঠ প্রাঙ্গণে সাপ্তাহিক হাটে, নারায়ণগঞ্জ, ২৯ নভেম্বরনৌকা মেরামত করে আলকাতরা লাগাতে ব্যস্ত এক নারী। শায়েস্তাবাদ, বরিশাল, ২৯ নভেম্বরআড়িয়াল খাঁ নদে নৌকাতে বসবাস করে ভূমিহীন কিছু মানুষ। এরা আশপাশে থাকা নদ-নদী, খালে মাছ ধরে তা বাজারে বিক্রি করে জীবনযাপন করে। রান্নাবান্নাও চলে এই নৌকাতেই। তালতলী সেতু, শায়েস্তাবাদ, বরিশাল, ২৯ নভেম্বর
ঐতিহ্যবাহী খাউরাদহের পানি কমে গেছে। সেখানে খাবারের খোঁজে এসেছে একঝাঁক শামুকখোল পাখি। খাউরাদহ, শাহাজানপুর, বগুড়া, ২৮ নভেম্বরশীত আসন্ন। কিছুদিন পর বাড়িতে নতুন ধান আসবে। ভরে উঠবে উঠান। বাড়িতে বইবে উৎসবের আমেজ। তাই ঘরের পিড়ালি নতুন করে লেপা হচ্ছে। ইকড়ি ইউনিয়নের আজিজ হাওলাদের বাড়ি থেকে তোলা। ইকড়ি, পিরোজপুর, ২৭ নভেম্বর