বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, চাল-ডাল-তেল, কৃষি উপকরণ, শিক্ষা উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির মানববন্ধন। নয়াপল্টন, ঢাকা, ১১ মার্চঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশ। বঙ্গবন্ধু অ্যাভিনিউ, ঢাকা, ১১ মার্চ
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর সভাস্থলে যোগ দিতে ট্রেনের ছাদে চড়ে আসছেন আওয়ামী লীগের কর্মীরা। ময়মনসিংহ রেলস্টেশন, ১১ মার্চ
বিজ্ঞাপন
সীতাকুণ্ডে তুলার গুদামে আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। চট্টগ্রাম, ১১ মার্চ বরিশাল নগরের মড়কখোলা পোল এলাকায় ভোরে আগুন লেগে পুড়ে যাওয়া ঘরবাড়ি। নতুন বাজার, বরিশাল নগর, ১১ মার্চমেঘনা নদীর বিওসি ঘাটের ধানের মোকাম সকাল থেকে সরগরম। আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ১১ মার্চতিস্তার চরে আবাদ করা ধনেপাতা তুলে বাড়িতে ফিরছেন এক চাষি। রাজবল্লভ, গঙ্গাচড়া, রংপুর, ১১ মার্চখেতে সার ছিটাতে তিস্তার চরের দিকে যাচ্ছেন এক কৃষক দম্পতি। মহিপুর, গঙ্গাচড়া, রংপুর, ১১ মার্চ গাছ থেকে ঝরে পড়েছে বসন্তের ফুল শিমুল। সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা, ১১ মার্চআকন্দ ফুলে ভ্রমরের গুঞ্জন। অভয়নগর, যশোর, ১১ মার্চ