মনু নদের স্রোতে ভেসে বাঁশের চালান নিয়ে ভাটিতে গন্তব্যের দিকে চলেছেন কয়েকজন। মৌলভীবাজার, ২৫ অক্টোবরলাল গলা মেলা পেঙা পাখি। বিলুপ্ত প্রায় এ প্রজাতির পাখির দেখা পাওয়া যায় পাহাড়ের দুর্গম এলাকায়। কাউখালী, রাঙামাটি, ২৫ অক্টোবরমাঠে ঘাস খাওয়াতে ছাগলের পাল নিয়ে যাচ্ছেন বাবা ও মেয়ে। গঙ্গাচড়া, রংপুর, ২৫ অক্টোবরবেগুনি রঙের শিমফুলে ভরা বাগানে পরিচর্যায় ব্যস্ত কৃষক। লাভজনক হওয়ায় অনেকেই এখন জমিতে ধানের বদলে শিম চাষ করছেন। দাপুনিয়া, পাবনা, ২৫ অক্টোবর
বিজ্ঞাপন
ফুল থেকে মধু পান করছে প্রজাপতি। কমলগঞ্জ, মৌলভীবাজার, ২৫ অক্টোবরবটগাছের উঁচু বড় ডালে বসে আছে এক খয়রা মেছো প্যাঁচা। গ্রামাঞ্চলে এটি ভুতুম প্যাঁচা নামেই বেশি পরিচিত। সাদুল্লাপুর, পাবনা, ২৫ অক্টোবর
বিজ্ঞাপন
জাল তৈরির জন্য চরকায় সুতা কাটছেন শ্রমিকেরা। বিসিক শিল্পনগরী, কুমিল্লা, ২৪ অক্টোবরগ্রামে এখনো চুলার প্রচলন আছে। তাই সিমেন্ট দিয়ে চুলা তৈরি করে রাখা হয়েছে বিক্রির জন্য। প্রতিটি চুলা ৩৫০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে এই কারখানায়। রংপুর, ২৫ অক্টোবরযমুনা নদীপাড়ের কাশবনে ঘুরতে এসে ছবি তুলছেন তরুণীরা। সিরাজগঞ্জ, ২৪ অক্টোবরছুটির দিনে বিলের পাড়ে দাঁড়িয়ে বড়শি দিয়ে মাছ ধরছে নানা বয়সীর মানুষ। কৈজুরী, ফরিদপুর, ২৫ অক্টোবরবাতাসে নুয়ে পড়া টমেটোর গাছ দাঁড় করিয়ে দিচ্ছেন এক কৃষক। গাবতলী, বগুড়া, ২৫ অক্টোবরঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে দিনভর মেঘলা আকাশ আর কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তাই পলিথিন মুড়িয়ে অটোরিকশা ভ্যানে করে পাট হাটে বিক্রি করতে যাচ্ছেন এক ব্যক্তি। রংপুর, ২৫ অক্টোবরদেশের বিভিন্ন স্থান থেকে আসা শৌখিন মৎস্যশিকারিরা ধর্মসাগর দিঘিতে বড়শি দিয়ে মাছ শিকার করছেন। কুমিল্লা, ২৫ অক্টোবর