খেজুরের রস সংগ্রহের জন্য গাছ প্রস্তুত করছেন গাছি। শহরদীঘি, বগুড়া, ১ নভেম্বরশীত এলেই শুরু হয় সড়কের পাশে পিঠা বিক্রি। চিতই পিঠা, ভাপা পিঠা, তেলের পিঠাসহ নানা ধরনের শীতকালীন পিঠা বিক্রি করেন ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা। কুমিল্লা, ১ নভেম্বর
বিজ্ঞাপন
মাছ শিকারের ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে ফেনীর সোনাগাজী উপজেলার বড় ফেনী নদীর তীরে জেলেরা নৌকা ও ট্রলারগুলোকে ধুয়েমুছে পরিষ্কার করে মাছ ধরার উপযোগী করে তুলছেন। সোনাগাজী, ফেনী, ১ নভেম্বর
বিজ্ঞাপন
বেগুনের দাম কিছুটা কমেছে। চাষিদের কাছে খেত থেকে পাইকারি ২৫ টাকা কেজি দরে কিনে তা বাজারে পাঠাচ্ছেন পাইকারেরা। মিঠাপুকুর, রংপুর, ১ নভেম্বরবাজারে বর্তমানে কাঁচা মরিচ ও লালশাকের চাহিদা বেশি। এ জন্য কম খরচে বেশি লাভের আশায় জমিতে একই সঙ্গে মরিচ ও লালশাক আবাদ করেছেন কৃষক শফিকুল ইসলাম। বিরামপুর, দিনাজপুর, ১ নভেম্বরদখল, দূষণ আর ময়লা–আবর্জনার কারণে লাকুটিয়া খাল অস্তিত্বসংকটে পড়েছে। তাই জেলা প্রশাসনের উদ্যোগে লাকুটিয়া খাল পরিষ্কারের অভিযান শুরু হয়েছে। কাউনিয়া, বরিশাল, ১ নভেম্বরঝুঁকি নিয়ে পিকআপের ওপরে বসে গন্তব্যে যাচ্ছেন দুই ব্যক্তি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, দাউদকান্দি, কুমিল্লা, ১ নভেম্বরএক মাস পর পর্যটন শুরু হওয়ায় শুক্রবার পর্যটকেরা কাপ্তাই হ্রদ ভ্রমণে এসেছেন। রাঙামাটি, ১ নভেম্বরবাড়ির উঠানে আমন ধান যন্ত্রের সাহায্যে মাড়াই করে নিচ্ছে একটি কৃষক পরিবার। কোমরপুর, ফরিদপুর ৩১ অক্টোবরপদ্মার চর থেকে নদীতে গোসলের জন্য নেওয়া হচ্ছে মহিষের পাল। চরাঞ্চলে এমন বিভিন্ন পালে প্রায় কয়েক হাজার মহিষ আছে। সারা দিন চরে প্রাকৃতিক খাবার খেয়ে বড় হয় এসব মহিষ। চর ভবানীপুর, হিমাইতপুর, পাবনা, ১ নভেম্বরপানি কমে যাওয়ায় ছুটির দিনে পলো নিয়ে কাইজার কোলে মাছ ধরার উৎসবে যাচ্ছেন নানা বয়সী হাজারো মানুষ। অম্বিকাপুর, ফরিদপুর, ১ নভেম্বরশিকারের অপেক্ষায় বসে আছে শিকারি বাজ। ব্যাঙ, গিরগিটি, ইঁদুর, ছোট পাখি ও পোকামাকড় রয়েছে এদের খাদ্যতালিকায়। এরা শীতে পরিযায়ী হয়ে আমাদের দেশে এলে কমবেশি নজরে পড়ে তখন। চর ভবানীপুর, হিমাইতপুর, পাবনা, ১ নভেম্বরখড় নিয়ে বাজারে বিক্রি করতে যাচ্ছেন এই ব্যক্তি। মিঠাপুকুর, ১ নভেম্বরপাবনার পদ্মার চরাঞ্চলে সারা বছরই কলার চাষ হয়। তবে বৃষ্টির সময় কলা পরিবহনে বেশ বেগ পেতে হয় চাষিদের। বৃষ্টির পর কাদাপানি মাড়িয়ে ঘোড়ার গাড়িতে কলা আনা হচ্ছে ঘাটে। চর ভবানীপুর, হিমাইতপুর, পাবনা, ১ নভেম্বরপদ্মা নদীতে জাল দিয়ে মাছ ধরছেন এক ব্যক্তি। হিমাইতপুর, পাবনা, ১ নভেম্বর