একঝলক (২৪ জুন ২০২৫)

কলমি ফুলের সৌন্দর্য। রায়েরমহল, খুলনা, ২৪ জুন
ছবি: সাদ্দাম হোসেন
পানিতে ডুবে থাকা মাঠে গরু খাবার খাচ্ছে। গরুর পিঠে বসে শিকারের নিশানা ঠিক করছে ফিঙে। রণতিথা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৪ জুন
মাচায় চাষ করা মিষ্টিকুমড়া বিক্রির জন্য স্থানীয় হাটে নিয়ে যাচ্ছেন কৃষক। কাজী নূরুইল, বগুড়া, ২৪ জুন
পুকুরে মাছ শিকার করেছে পানকৌড়ি। ডিমলা, রংপুর, ২৪ জুন
খেতের পাশে মাচায় বসে আছে এক জোড়া ঘুঘু। মধু মাঝিড়া, বগুড়া, ২৪ জুন
বর্ষায় হাকালুকি হাওর–সংলগ্ন নিচু এলাকা তলিয়ে যায়। তখন চলাচলের একমাত্র ভরসা নৌকা। সড়কের পাশে নৌকা তৈরিতে ব্যস্ত এক কারিগর। বাছিরপুর, জুড়ী, মৌলভীবাজার, ২৪ জুন
সড়কে ঝুঁকিপূর্ণভাবে চলছে নছিমন। মোস্তফার মোড়, খুলনা, ২৪ জুন
বাড়ির গাছের কাঁঠাল বাজারে বিক্রি করতে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। মোল্লাপাড়া, রংপুর, ২৪ জুন
বর্ষা মৌসুমে পাহাড়ে ভোরবেলায় এমন সৌন্দর্যের দেখা মেলে। ফুরমোন পাহাড়, রাঙামাটি, ২৪ জুন
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা ২৭ জুন। এ উৎসব ঘিরে এরই মধ্যে বসেছে রথের মেলা। জয় কালীবাড়ি মন্দির, পাবনা, ২৪ জুন
ফুলের মধু খাচ্ছে এক জোড়া প্রজাপতি। সাপছড়ি যৌথ খামারপাড়া, রাঙামাটি, ২৪ জুন
বড় দালানকোঠার মধে৵ চোখে প্রশান্তি এনে দেয় নানা জাতের ফুল। সড়ক বিভাজকে ফুটে আছে দৃষ্টিনন্দন রাধাচূড়া। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা, ২৪ জুন
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে ছাতা মাথায় ইঞ্জিনচালিত নৌকায় গন্তব্যে যাচ্ছেন পাহাড়ের বাসিন্দারা। সিলার ডাক, রাঙামাটি, ২৪ জুন
খেতে থেকে কচু তুলে বিক্রির জন্য পরিষ্কার করছেন কৃষক। মঘাদিয়া, মিরসরাই, চট্টগ্রাম, ২৪ জুন
দীর্ঘ বিরতির পরে নগর ভবনের তালা খোলা হলেও এখনো বন্ধ রয়েছে প্রকৌশলী ও প্রশাসকের দপ্তর। নগর ভবন, ঢাকা, ২৪ জুন
ফল পরিবহনসহ বিভিন্ন কাজে ক্রেট ব্যবহার করা হয়। আমের মৌসুমে বেড়েছে ক্রেটের চাহিদা। মাধপুর, পাবনা, ২৪ জুন
বৃষ্টিতে জমা পানিতে গোসল করতে এসেছে ঝুঁটি শালিক। বহেরারচালা, শ্রীপুর, গাজীপুর। ২৪ জুন