একঝলক (২১ জুন ২০২৫)

পথের ধারে বুনো ফুল থেকে মধু আহরণে মগ্ন প্রজাপতি। মানরা, মানিকগঞ্জ, ২১ জুন
ছবি: আব্দুল মোমিন
গ্রাম থেকে বিভিন্ন ফলমূল ও শাকসবজি বিক্রি করতে এসেছেন শহরে। তাই করোনা সতর্কতা হিসেবে সবাই মাস্ক পরে এসেছেন। কলেজ গেট, রাঙামাটি, ২১ জুন
কাঁদায় বিচরণ করছে ডাকুর মাছ বা ডাকার মাছ ও কাঁকড়া। জলমা, বটিয়াঘাটা, খুলনা, ২১ জুন
ভৈরব নদের স্রোতে ছোট্ট নৌকা নিয়ে মাছ ধরতে নেমেছেন দুই জেলে। ৫ নম্বর ঘাট, খুলনা, ২১ জুন
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে শুক্রবার বিকেলে পদ্মা নদীর পারে গান, নৃত্য, কবিতা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘জলদ তলে’ বর্ষা উৎসব ১৪৩২ অনুষ্ঠিত হয়। গোদার বাজার, রাজবাড়ী, ২০ জুন
বৃষ্টি শেষে আরও বেশি সৌন্দর্য ছড়িয়ে দিয়েছে লজ্জাবতী ফুল। তনেশ্বর দিঘি, রায়গঞ্জ, সিরাজগঞ্জ,২১ জুন
শিকারের খোঁজে জলময়ূর। প্রেমতলী গৌরাঙ্গবাড়ি, গোদাগাড়ী, রাজশাহী, ২১ জুন
রথের মেলা ২৭ জুন শুরু হচ্ছে। মেলায় মাটির খেলনা পাতিল বিক্রির জন্য বগুড়া বাবুনিয়া পালপাড়া থেকে রাজশাহী নিয়ে এসেছেন রমেন পাল। সাগরপাড়া, রাজশাহী, ২১ জুন
আদা কেটে রান্নার জন্য আলাদা করে রাখছেন এক নারী শ্রমিক। খাবার হোটেলে নির্দিষ্ট পরিমাণ আদা কেটে দেওয়ার জন্য পারিশ্রমিক হিসেবে ১০০ থেকে ১৫০ টাকা মজুরি পান তিনি। পোর্ট রোড সেতু, বরিশাল, ২১ জুন
সড়কপথে রাজশাহী থেকে ট্রাকে এসেছে আম, সেই আম খালাস করছেন শ্রমিকেরা। প্রতিটি আমের বাক্স খালাস করে আড়তে নেওয়ার জন্য শ্রমিকেরা ১০ টাকা পারিশ্রমিক নেন। পোর্ট রোড, বরিশাল, ২১ জুন
বাংলাদেশের টেস্ট মর্যাদা পাওয়ার ২৫ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজন করে অনূর্ধ্ব–১২ পর্যায়ের ক্রিকেটারদের সিক্স এ সাইড টুর্নামেন্ট। বিভিন্ন ক্রিকেট একাডেমি ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। বাংলাদেশের ছয়টি বিভাগীয় শহরে রজতজয়ন্তীর এই আয়োজন অনুষ্ঠিত হবে। বিভাগীয় স্টেডিয়াম, খুলনা, ২১ জুন
পুরোনো টায়ার স্তূপ করে রাখা হয়েছে। এসব টায়ার পুড়িয়ে বিটুমিন তৈরি করা হবে। প্রতি টন বিটুমিন বিক্রি করা হয় ৩৫ হাজার টাকায়। মুন্সিরহাট, ঠাকুরগাঁও, ২১ জুন
স্ত্রী ও ছোট দুই সন্তানকে পেছনে বসিয়ে মোটরসাইকেলে ঝুঁকি নিয়ে গন্তব্যে যাচ্ছেন এক ব্যক্তি। এভাবে চলাচলে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ঢাকা-খুলনা মহাসড়ক কোমরপুর এলাকা, ফরিদপুর, ২১ জুন
পথের ধারে ফুটে আছে পটপটি নামের বাহারি বুনো ফুল। কোমরপুর, ফরিদপুর, ২১ জুন
বর্ষায় সিলেট অঞ্চলের হাওর-বাঁওড়, নদ-নদীর পানি বাড়ে। এ সময়ে নদী পথে চলাচল বেড়ে যায়। ছোট-বড় নৌকায় এভাবেই গন্তব্যে যান হাওর ও নদ-নদী এলাকার লোকজন। কানাইঘাট, সিলেট, ২১ জুন
জমি থেকে কেটে নেওয়া হয়েছে বোরো ধান। এখানে–সেখানে বৃষ্টিতে কাদাপানি। সেই মাটিতে গ্রামের দামাল ছেলেরা ফুটবল খেলার আনন্দে মেতে উঠেছে। মেঘাগাছা, বগুড়া, ২১ জুন
পাহাড়ি ঢলের তোড়ে সেতুর গোড়ার মাটি সরে গেছে। এতে বেইলি সেতুটি নড়বড়ে হয়ে পড়ায় মিরসরাই ও ফটিকছড়ি উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। মিরসরাই, চট্টগ্রাম, ২১ জুন
আরাকান আর্মির বাধায় টেকনাফের চার শতাধিক ট্রলারের জেলেরা সাগরে মাছ শিকারে যেতে পারছেন না আট দিন ধরে। সারি সারি ট্রলার নোঙর করে রয়েছে টেকনাফ পৌরসভার কাযুকখালীয়া ঘাটে। টেকনাফ, কক্সবাজার, ২১ জুন
আষাঢ় মাস আসতে না আসতেই গত কয়েক দিনের টানা বৃষ্টিতে বর্ষার পানিতে থই থই করছে গ্রামবাংলার খাল–বিল। বিরুলিয়া, সাভার, ঢাকা, ২১ জুন
বাংলাদেশ অর্থনীতি সমিতির বাজেট নিয়ে আলোচনায় অতিথিরা। সিরডাপ মিলনায়তনে, ঢাকা, ২১ জুন