ধুন্দল ফুলের পাপড়িতে বসেছে পতঙ্গ। লাইমিপাড়া, বান্দরবান, ১৮ নভেম্বরনৌকায় করে খামার থেকে হাটে বিক্রির জন্য ছাগল নেওয়া হচ্ছে। ঝুলুক্কে পাহাড়, রাঙামাটি, ১৮ নভেম্বর
বিজ্ঞাপন
সবুজ পাতায় উড়ে বেড়াচ্ছে ফড়িং। টানহাসাদিয়া, ময়মনসিংহ, ১৮ নভেম্বর
বিজ্ঞাপন
ধানমন্ডি ৩২ নম্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান। ধানমন্ডি, ঢাকা, ১৮ নভেম্বরপাহাড়ের জনপ্রিয় খাবার হলুদ ফুল বিক্রি হচ্ছে বাজারে। তবলছড়ি, রাঙামাটি, ১৮ নভেম্বরগাছের ডালে বসে আছে প্যাঁচা। পানছড়ি শান্তিপুর অরণ্য কুঠির, খাগড়াছড়ি, ১৮ নভেম্বরফসলের খেতে কাকতাড়ুয়া। দিঘী, মানিকগঞ্জ, ১৮ নভেম্বরসবুজ পাহাড়ে সাদা মেঘের ভেলা। বেতছড়া, বান্দরবান, ১৮ নভেম্বরকোমরতাঁতে চাদর বুনছেন এই পাহাড়ি নারী। বেথানীপাড়া, বান্দরবান, ১৮ নভেম্বরজলাশয়ে সাঁতার কাটছে হাঁসের ঝাঁক। মৈতপুর, বাজিতপুর, কিশোরগঞ্জ, ১৭ অক্টোবরজ্বালানি হিসেবে ব্যবহারের জন্য ঘুঁটে বানাচ্ছেন এক নারী। পানিগাতী, দিঘলিয়া, খুলনা, ১৮ নভেম্বরকৃষকের কাছ থেকে কেনা লাউ সাজিয়ে রাখছেন এক ব্যবসায়ী। নওহাটা হাট, রাজশাহী, ১৮ নভেম্বরকয়েক দিন ধরে ভেঙে পড়ে আছে ট্রাফিক সিগন্যাল বাতির খুঁটিটি। কাকরাইল মোড়, ঢাকা, ১৮ নভেম্বরসাঁকো মাড়িয়ে আমন ধানের বোঝা মাথায় করে নিয়ে যাচ্ছেন কৃষিশ্রমিকেরা। পানিগাতী, খুলনা, ১৮ নভেম্বরখালের পানিতে খাবারের খোঁজে বক। বাউনি, শ্রীপুর, গাজীপুর। ১৮ নভেম্বরট্রাভেল এজেন্সি-সম্পর্কিত আইনের কিছু ধারা বাতিলের দাবিতে সাধারণ ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীবৃন্দের ব্যানারে মানববন্ধন। অলকার মোড়, রাজশাহী, ১৮ নভেম্বরকমতে শুরু করেছে ফুলজোড় নদীর পানি। দুপুরে ডিঙিনৌকায় ভেসে মাছ ধরছেন তিন ব্যক্তি। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৮ নভেম্বর