একঝলক (২৭ জুন ২০২৫)

সড়কের পাশে ফুটে আছে বুনো ফুল। রণতিথা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৭ জুন
ছবি: সাজেদুল আলম
আনারস বেচাকেনা জমজমাট। বাগানিরা ডিঙি ভর্তি করে গ্রাম থেকে শহরে আনারস বিক্রি করতে এসেছেন। বনরূপা সমতা ঘাট, রাঙামাটি, ২৭ জুন
বাগানবিলাস ফুলে প্রজাতি। খেপ্পোপাড়া, রাঙামাটি, ২৭ জুন
বর্ষার এ সময়ে বিক্রির জন্য নৌকাগুলো রাখা হয়েছে। বাতাকান্দি হাট, তিতাস, কুমিল্লা, ২৭ জুন
বিলের মাঝখানে বাঁশের মাচা তৈরি করে মাছ ধরছেন এক মৎস্যশিকারি। কয়রা বিল, রংপুর, ২৭ জুন
জমিতে লাঙল দিয়ে বাড়ি ফিরছেন এক কৃষক। লবাই বটতলা, গোদাগাড়ী, রাজশাহী। ২৭ জুন
তিস্তার চর থেকে বাদাম তুলে বাড়ি ফিরছেন কৃষক। শংকরদহ, রংপুর, ২৭ জুন
কাঠের সেতুর রেলিংয়ে বসে ডাকছে খঞ্জন পাখিটি। সিসিডিবি, শ্রীপুর, গাজীপুর, ২৭ জুন
সনাতন ধর্মাবলম্বীদের শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রথযাত্রাটি শ্রীধাম শ্রী অঙ্গন থেকে শুরু হয়ে প্রধান সড়ক ধরে ব্রাহ্মণকান্দা হয়ে পুনরায় শ্রীধাম শ্রী অঙ্গনে এসে শেষ হয়। পশ্চিম গোয়ালচামট, ফরিদপুর, ২৭ জুন
তিস্তা নদীতে ভেসে বেড়াচ্ছে দুরন্ত কিশোর। রাজবল্লভ, গঙ্গাচড়া, রংপুর, ২৭ জুন