ফুটেছে পারুল ফুল। কাটাছড়ি, রাঙামাটি, ১ ডিসেম্বরউড়ে এসে বসেছে ল্যাঞ্জা কসাই পাখিটি। সারিয়াকান্দি, বগুড়া, ১ ডিসেম্বর
বিজ্ঞাপন
যমুনার চরে ভুট্টার বীজ বুনছেন দুই নারী। তিতপরলচর, বগুড়া, ১ ডিসেম্বর
বিজ্ঞাপন
হাওরপারের একটি খালি জায়গায় রাতে রাখা হয় মহিষের পাল। শুকিয়ে আসা হাওরে সকালের দিকে পশুগুলোকে চরাতে নেওয়া হবে। কাউয়াদীঘি হাওরপার, মৌলভীবাজার, ১ ডিসেম্বরডিঙিনৌকা তৈরি করতে ব্যস্ত কারিগর। মৈত্রীনগর, রাঙামাটি, ১ ডিসেম্বরফুলের পানে মধুর সন্ধানে উড়ে এসেছে ভ্রমর। বাঁকছড়ি, রাঙামাটি, ১ ডিসেম্বরসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ‘নো ওয়ার্ক’ কর্মসূচির কারণে অনেক শিক্ষার্থীকে ফেরত যেতে দেখা যায়। খুলনা জিলা স্কুল, ১ ডিসেম্বরশিশুসন্তানকে কোলে নিয়ে মাথায় ঝুড়ি (থুরং) চাপিয়ে কাজে যাচ্ছেন মা। পাবলা হেডম্যানপাড়া, বান্দরবান, ১ ডিসেম্বরপাহাড়ে উৎপাদিত মিষ্টিকুমড়া চট্টগ্রামের বাজারে নেওয়ার জন্য ট্রাকে তুলছেন শ্রমিকেরা। চিম্বুক, বান্দরবান, ১ ডিসেম্বরসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ‘নো ওয়ার্ক’ কর্মসূচির কারণে ফিরে যাচ্ছেন শিক্ষার্থী–অভিভাবকেরা। সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়, সিলেট, ১ ডিসেম্বরআগুনে পুড়েছে দুটি কলোনির প্রায় ৭৫টি ঘর। কালিয়াকৈর, গাজীপুর, ১ ডিসেম্বরবিজয়ের মাস ডিসেম্বর শুরু হয়েছে। এ সময় জাতীয় পতাকার চাহিদা বাড়ে, সঙ্গে বাড়ে কারিগরদের ব্যস্ততা। সাহেব বাজার, রাজশাহী, ১ ডিসেম্বরবাংলাদেশে বায়ুদূষণের বড় কারণগুলোর একটি গাড়ির কালো ধোঁয়া। ফিটনেসবিহীন যানবাহন ও নিম্নমানের জ্বালানি ব্যবহার এর কারণ। কাঁচপুর, নারায়ণগঞ্জ, ১ ডিসেম্বরসড়কে নিহত ও আহত ব্যক্তিদের জন্য বিশ্ব স্মরণ দিবস উপলক্ষে বেসরকারি প্রতিষ্ঠান স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের মানববন্ধন। অশ্বিনী কুমার হল চত্বর, বরিশাল, ১ ডিসেম্বরবিদ্যালয়ের আঙিনায় ফুটে আছে রঙিন রাধাচূড়া। জিলা স্কুল প্রাঙ্গণ, কুমিল্লা, ১ ডিসেম্বরশ্রেণিকক্ষে না গিয়ে পাঠাগারে শিক্ষকেরা। চার দফা দাবি আদায়ে বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার মধ্যে এই কর্মবিরতি ডেকেছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি। সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ফরিদপুর, ১ ডিসেম্বরশীতের তীব্রতার সঙ্গে ফুটপাতে কম্বলের খোঁজও বাড়ছে। রানী বাজার, রাজশাহী, ১ ডিসেম্বরপথের ধারে জমে উঠেছে হাঁস, মুরগি ও কবুতরের হাট। নিমগাছি, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১ ডিসেম্বররংপুরে বেড়েছে শীত, ফলে কম্বলের চাহিদাও বেড়েছে। শহর থেকে কম্বল কিনে তা বিক্রি করতে নিয়ে যাচ্ছেন একজন। মডার্ন মোড়, রংপুর, ১ ডিসেম্বরবিমানবন্দরে নিরাপত্তা মহড়া। শাহ মখদুম বিমানবন্দরে এই প্রথম হলো ‘এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ ২০২৫’। শাহ মখদুম বিমানবন্দর, রাজশাহী, ১ ডিসেম্বর