হেমন্তের মাঝামাঝিতে প্রকৃতিতে শীত পড়তে শুরু করেছে। ভোরবেলায় হিমেল বাতাস থেকে বাঁচাতে শিশুসন্তানকে গরম পোশাক পরিয়ে বের হয়েছেন এক মা। টাইগারপাড়া, বান্দরবান, ১২ নভেম্বরসৌন্দর্য ছড়াচ্ছে দেবকাঞ্চন ফুল। সিনিয়রপাড়া, বান্দরবান, ১২ নভেম্বর
বিজ্ঞাপন
টিনের নৌকায় বসে কুমার নদে বড়শি ফেলে মাছ ধরছেন একজন। কাফুরা, গেরদা, ফরিদপুর, ১২ নভেম্বর
বিজ্ঞাপন
শান্ত জলে ফুটে আছে সাদা শাপলা। নৈহাটি, খুলনা, ১২ নভেম্বরশীত আসি আসি করছে। রস সংগ্রহের জন্য খেজুরগাছ কাটতে শুরু করেছেন গাছি। রূপসা, খুলনা, ১২ নভেম্বরগাছের ডালে বসে আছে মাছরাঙা পাখি। দিঘী, মানিকগঞ্জ, ১২ নভেম্বরবাড়ির পাশের জংলা জায়গায় ছাগল চরাতে এসেছেন এক নারী। সাতশিমুলিয়া, বগুড়া, ১২ নভেম্বরকাপ্তাই হ্রদে বালু তোলার নৌযান। আসামবস্তি, রাঙামাটি, ১২ নভেম্বরসকালের নরম রোদে বসে নকশিকাঁথা সেলাইয়ে ব্যস্ত এক নারী। সাতশিমুলিয়া, বগুড়া, ১২ নভেম্বরবাইপাইল-আবদুল্লাহপুর সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আশুলিয়া, সাভার, ১২ নভেম্বরতীব্র যানজটে নাকাল হয়ে হেঁটে গন্তব্যে রওনা দিয়েছেন লোকজন। গল্লামারী, খুলনা, ১২ নভেম্বরস্টারলিংক সংযোগ লেগেছে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স ও টেকনোলজি বিভাগে। উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন ইনস্টিটিউটের অধ্যক্ষসহ শিক্ষকেরা। শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে স্যাটেলাইটভিত্তিক দ্রুতগতির এই ইন্টারনেট সেবা চালুর কথা বলেছেন তাঁরা। পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল, ১২ নভেম্বরহেমন্তের কুয়াশাজড়ানো সকালে মেঠো পথে সাইকেল চালিয়ে কাজে যাচ্ছেন এক ব্যক্তি। গঙ্গাদাস, রংপুর, ১২ নভেম্বররান্নার জ্বালানি হিসেবে পাটখড়ির ব্যবহার এখনো আছে। বিক্রির উদ্দেশ্যে পাটখড়ি নিয়ে চলেছেন একজন। বানিয়াপাড়া, রংপুর, ১২ নভেম্বরমাটির থালাবাসন তৈরি করে রোদে শুকাতে দিচ্ছেন এক নারী। পালপাড়া, রংপুর, ১২ নভেম্বরশীত আসছে, লেপ ও তোশক ফেরি করে বিক্রির জন্য গ্রামের পথে নেমে পড়েছেন বিক্রেতারা। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১২ নভেম্বরসকালে ফুলজোড় নদীতে মাছ শিকার। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১২ নভেম্বরশীত আসছে, ব্যস্ততা বেড়েছে লেপ প্রস্তুতকারীদের। সারা দিনে ১০ থেকে ১২টি লেপ সেলাই করতে পারেন তাঁরা। গণকপাড়া, রাজশাহী, ১২ নভেম্বর কুমারদের কাছ থেকে কেনা এই টবগুলো যাচ্ছে নার্সারিতে। বানিয়াপাড়া, রংপুর, ১২ নভেম্বররানি হেমন্তকুমারীর দেওয়া ঢোপকল এখনো দিচ্ছে সেবা। পুঠিয়া জমিদারবাড়ির গিন্নি হেমন্তকুমারী মারা যান ব্রিটিশ আমলে। এর আগে জনকল্যাণে অনেক কাজ করে যান তিনি। গণকপাড়া, রাজশাহী, ১২ নভেম্বররাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ভবনে শিক্ষক নিয়োগের পরীক্ষার্থীদের তালা। তাঁদের দাবি, সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার ও পূর্বনির্ধারিত তারিখে পরীক্ষা নিতে হবে। জেলা পরিষদ, রাঙামাটি, ১২ নভেম্বরবকুল ফুলের সুগন্ধে মানুষ মাতলেও পাখির আগ্রহ ফলে। ছোট গোলাকৃতির ফলটি কাঁচা অবস্থায় সবুজ আর পাকা অবস্থায় হলুদ বা লালচে বাদামি হয়। বেলতলী, কুমিল্লা, ১২ নভেম্বর