পদ্মা নদীর পানি হু হু করে বাড়ছে। এতে নিম্নাঞ্চল তলিয়ে যাচ্ছে। খোলা মাঠে স্তূপ করে রাখা পাটকাঠি পানিতে তলিয়ে যাচ্ছে। নিরাপদে সরিয়ে নিচ্ছেন এই কৃষক। ওমর আলী মোল্যারপাড়া, গোয়ালন্দ, রাজবাড়ী, ৪ সেপ্টেম্বরসাতসকালে আবহাওয়া কিছুটা ভালো দেখে ধান সেদ্ধ করতে নেমেছেন পরিবারের কর্তা ও কর্ত্রী। ওমর আলী মোল্যারপাড়া, গোয়ালন্দ, রাজবাড়ী, ৪ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
শরতের শেষ দিকে রংপুরে শীত অনুভূত হয়। তাই লেপ-তোশক নিয়ে বিক্রি করতে বেরিয়েছেন এই মৌসুমি ব্যবসায়ীরা। রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ এলাকা, ৪ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
ঢাকা-খুলনা মহাসড়ক ধরে নছিমনে করে ধানের খড় বিক্রি করতে শহরে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। গবাদিপশুর খাবারের অন্যতম খাদ্য খড়। বদরপুর এলাকা, সদর উপজেলা ফরিদপুর, ৪ সেপ্টেম্বরকুমার নদে পেতে রাখা চায়না দুয়ারি থেকে মাছ সংগ্রহ করছেন এক ব্যক্তি। পশ্চিম গঙ্গাবড়দি, কানাইপুর ইউনিয়ন সদর উপজেলা ফরিদপুর, ৪ সেপ্টেম্বরশরতের অসহনীয় গরমে হাঁসফাঁস অবস্থা। প্রখর রোদের মধ্যে ভ্যানে করে পণ্য নিয়ে যাচ্ছেন চালক। গরমে ঘেমে একাকার তিনি। সিলেট নগরের বন্দরবাজার, ৪ সেপ্টেম্বরসবজি হিসেবে বাজারে শাপলার কদর বেশ। বিক্রেতা আসাদ শেখ বিল থেকে শাপলা তুলে এনে ভ্যানে করে বিক্রির জন্য শহরে নিয়ে যাচ্ছেন। প্রতি আঁটি শাপলা ১০ টাকা দরে বিক্রি করেন। বদরপুর এলাকা, ফরিদপুর, ৪ সেপ্টেম্বর বাড়ির উঠানে তাফালে ধান সেদ্ধ করছেন দুই গৃহবধূ। এই ধান শুকিয়ে মিল থেকে ভাঙিয়ে চাল করা হয়। পশ্চিম গঙ্গাবড়দি এলাকা, কানাইপুর, ফরিদপুর, ৪ সেপ্টেম্বর ট্রলারে করে শাপলা বিক্রির জন্য নিয়ে এসেছেন শাবুদ্দিন মিয়া। নাজিরপুর উপজেলার বৈঠাকাঠা থেকে শাপলা নিয়ে এসেছেন হাটে বিক্রির জন্য। দাশের হাট, বিনয়কাঠি, ঝালকাঠি, ৪ সেপ্টেম্বরচাষিরা নৌকায় করে নবগ্রাম খাল দিয়ে দাশের হাট বাজারে পাইকারি বিক্রির জন্য নিয়ে আসেন পণ্য। শহর থেকে আসা ব্যাপারীরা এসব সবজি কিনে নিয়ে যান বরিশাল নগর ও আশপাশের বাজারে বিক্রির জন্য। দাশের হাট, বিনয়কাঠি, ঝালকাঠি, ৪ সেপ্টেম্বরকাঠ ও বেয়ারিং দিয়ে তৈরি করেছে ঠেলাগাড়ি। সেই গাড়ি নিয়ে দুরন্তপনায় মেতে উঠেছে শিশুরা। কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকা, ৪ সেপ্টেম্বরবর্ষায় চারদিকে থই থই পানি। এলাকার বিলে চলতে গেলে প্রয়োজন হয় ডোঙ্গা বা নৌকার। ডোঙ্গা ডাঙায় তুলে সারাই করছেন একজন। ডাকাতিয়া বিল, ফুলতলা উপজেলা, খুলনা, ৪ সেপ্টেম্বরতিস্তার পানি বেশ খানিকটা কমেছে। তাই মাছ আসছে জালে। জাল ফেলে মাছ ধরছেন দুই ব্যক্তি। বালাপাড়া, কাউনিয়া, রংপুর, ৪ সেপ্টেম্বর