সকালের সূর্যের আভা কাপ্তাই হ্রদে। কুমড়াটিলা, রাঙামাটি, ২৩ নভেম্বরসাতসকালে ফাঁকা সড়কে দুটি খ্যাঁকশিয়াল দাঁড়িয়ে। চিলারঝার, রংপুর, ২৩ নভেম্বর
বিজ্ঞাপন
ধান কাটার পর আঁটি বেঁধে গন্তব্যে নিয়ে যাচ্ছেন পাহাড়ি তরুণেরা। মোড়লীপাড়া কাপ্তাই, রাঙামাটি, ২৩ নভেম্বর
বিজ্ঞাপন
গাছের ওপর বসে আছে একটি টিয়া। আরেকটি ওড়াউড়ি করছে। রেলওয়ে হকার্স মার্কেট, বগুড়া, ২৩ নভেম্বরশিমগাছে বসে আছে পাখি। লিচুবাগান, রাঙামাটি, ২৩ নভেম্বরকুয়াশাজড়ানো ভোরে ফাঁকা সড়ক দিয়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন কজন নারী। শেখপাড়া, রংপুর, ২৩ নভেম্বরশীত মৌসুম এলেই হাঁসের চাহিদা বাড়ে। সড়কের পাশে হাঁস নিয়ে বিক্রির জন্য বসেছেন এক বিক্রেতা। গল্লামারী, খুলনা, ২৩ নভেম্বরসাইকেলে করে রকমারি জিনিস বিক্রি করতে বের হয়েছেন এক বিক্রেতা। গল্লামারী, খুলনা, ২৩ নভেম্বরহেমন্তের সকালে নতুন ধান মাড়াইয়ের কাজ চলছে। মুরারীদহ, ফরিদপুর, ২৩ নভেম্বরমাঠে কাজে ব্যস্ত থাকা কৃষকের জন্য খাবার নিয়ে যাচ্ছেন এক নারী। মুরারীদহ, ফরিদপুর, ২৩ নভেম্বরজমিতে চাষের কাজ করছেন কয়েকজন পাহাড়ি নারী। বেতছড়া, বান্দরবান, ২৩ নভেম্বরপাহাড়ি অঞ্চলের চাষিরা কলাসহ বিভিন্ন ফলমূল বিক্রি করতে এসেছেন। উজানীপাড়া, বান্দরবান, ২৩ নভেম্বরফুটে আছে সাদা ঝিন্টি ফুল। চুরখাই, ময়মনসিংহ, ২৩ নভেম্বরগুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলায় ১৩ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনাল ভবন, ঢাকা, ২৩ নভেম্বরভূমিকম্পের পর ভবন নিরীক্ষায় শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। হল ছেড়ে যাচ্ছেন শামসুন নাহার হলের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ২৩ নভেম্বরনানা ধরনের নিত্যপণ্য ট্রলারে তুলছেন শ্রমিকেরা। বরিশাল নগরের পাইকারি বাজার থেকে এসব পণ্য কিনে নিয়ে যান আশপাশের এলাকার খুচরা বিক্রেতারা। বালুঘাট, বরিশাল, ২৩ নভেম্বরকলার আড়ত থেকে ভ্যানে করে কলা নিয়ে যাওয়া হচ্ছে খুচরা দোকানে। হুমায়ুন রশীদ চত্বর, সিলেট, ২৩ নভেম্বরট্রলারে নিত্যপণ্য সাজিয়ে রাখছেন এক ব্যক্তি। দক্ষিণাঞ্চলে নদীপথে প্রচুর পরিমাণ পণ্য পরিবহন করা হয়। বালুঘাট, বরিশাল, ২৩ নভেম্বরপণ্যভর্তি পিকআপের ওপর বসে গন্তব্যে যাচ্ছেন একজন। চলন্ত অবস্থায় ঝুঁকি নিয়ে মুঠোফোনে ব্যস্ত তিনি। কদমতলী, সিলেট, ২৩ নভেম্বরশীতের শুরুতেই নদীর পানি কমতে শুরু করেছে। কীর্তনখোলা নদীর তীরে গরু নিয়ে এসেছেন রাখালেরা। রসুলপুর, বরিশাল, ২৩ নভেম্বরদৃষ্টিনন্দন তাল সড়ক। সারি সারি গাছগুলো রাস্তার দুই পাশের শোভা বাড়িয়েছে। দুর্গাপুর, কাহালু, বগুড়া, ২৩ নভেম্বরউপজেলা মহাশ্মশান কমিটি আয়োজিত মহাশ্মশানে তিন দিনব্যাপী নামসংকীর্তনের একটি মুহূর্ত। গোয়ালন্দ, রাজবাড়ী, ২৩ নভেম্বর৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ। স্টেশন বাজারসংলগ্ন রেললাইন, রাজশাহী, ২৩ নভেম্বর