পথের পাশের ঝোপে ফুটে রয়েছে বুনো ফুল। সৈয়ারপুর, মৌলভীবাজার, ৬ মার্চডালে ডালে ঘুরে খাবার খুঁজছে দুটি বানর। নারাইছড়ি পাহাড়, রাঙামাটি, ৬ মার্চ
বিজ্ঞাপন
গাছের মগডালে ঝাঁক বেঁধে বসে আছে পানকৌড়ি পাখি। বাকছড়ি, রাঙামাটি, ৬ মার্চ
বিজ্ঞাপন
কঞ্চিতে উড়ে এসে বসেছে ফড়িং। ভাটবাউর, মানিকগঞ্জ, ৬ মার্চপবিত্র রমজান মাসের শুরুর দিকেই জমে উঠতে শুরু করেছে পোশাকের দোকানগুলো। গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ৬ মার্চদূর আকাশে ডানা মেলে উড়ছে একটি চিল। শাজাহানপুর, বগুড়া, ৬ মার্চবেইজিং ঘোষণা ও কর্মপরিকল্পনার ৩০ বছর পূর্তি এবং আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অনুষ্ঠিত কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, ঢাকা, ৬ মার্চগাছে ফুটে রয়েছে বসন্তের ফুল শিমুল। শাজাহানপুর, বগুড়া, ৬ মার্চসাদা ফুলের ওপর বসেছে রঙিন প্রজাপতি। বাজিতপুর, কিশোরগঞ্জ, ৫ মার্চরাঙামাটির পাহাড়ে চাষ করা আনারস বিক্রি হচ্ছে রংপুরের বাজারে। পশ্চিম খাসবাগ, রংপুর, ৬ মার্চবেলা বেড়ে গেলেও কাজের দেখা নেই। তাই ডালি ও কোদাল নিয়ে বসে আছেন কয়েকজন দিনমজুর। বেতপট্টি, রংপুর, ৬ মার্চফরিদপুর থেকে খুলনার আড়তে রসুন নিয়ে আসা হয়েছে। প্রতি কেজি রসুন ৭০ থেকে ৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে। কদমতলা, খুলনা, ৬ মার্চপাটের তৈরি ব্যাগ বিক্রি করছেন রাজশাহীর বাসিন্দা আসাদুল ইসলাম। আকারভেদে প্রতিটি ব্যাগ ১৫০ থেকে ৩৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। মহিলা কলেজ, পাবনা, ৬ মার্চনৌকায় করে যাত্রীদের এনেছেন মাঝি। যাত্রী ফিরে আসার আগপর্যন্ত নৌকায় অপেক্ষা করছেন তিনি। সিঙ্গাইর নদ, গোয়াইনঘাট, সিলেট, ৬ মার্চঝরা পাতায় ছেয়ে গেছে সিলেট রেলওয়ে স্টেশন চত্বর। ঝাড়ু দিয়ে সেই পাতা পরিষ্কার করছেন এক পরিচ্ছন্নতা কর্মী। রেলওয়ে স্টেশন, সিলেট, ৬ মার্চপাবনায় পদ্মার চরাঞ্চলে নানা ধরনের ফসলের চাষ হয়। চরের জমিতে কাজ শেষে মসুর ডাল মাথায় নিয়ে বাড়িতে ফিরছেন এক কৃষক। চর ঘোষপুর, হিমাইতপুর, পাবনা, ৬ মার্চটিসিবির পণ্যের জন্য অপেক্ষা। রোদের তাপ বেড়ে যাওয়ায় ছাতা মাথায় দিয়ে বসে আছেন কয়েকজন নারী। চন্দনপুরা, চট্টগ্রাম, ৬ মার্চনর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মুশতাক তাহমিদসহ অন্যান্য শিক্ষার্থীদের ওপর গতকাল রাতে হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর ফটকে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা, ৬ মার্চনারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১২ বছর পূর্তিতে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্বজনসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। বন্দর, নারায়ণগঞ্জ, ৬ মার্চকুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের উদ্বোধন করছেন আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদসহ অতিথিরা। শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম, কুষ্টিয়া, ৬ মার্চ