সাদা ফুলের ওপর লাল বোলতা। বিলপাবলা, ডুমুরিয়া, খুলনা, ১৭ নভেম্বরকৃষকের কাছ থেকে পাইকারি ব্যবসায়ীরা মুলা কিনে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানোর জন্য প্রস্তুত করছেন। নওহাটা হাট, রাজশাহী, ১৭ নভেম্বর আমন ধান মাড়াইয়ের পর রোদে শুকিয়ে পরিষ্কার কাজ করা হচ্ছে। শূকরছড়ি, রাঙামাটি, ১৭ নভেম্বরবাইসাইকেলে করে গ্রামের রাস্তায় প্লাস্টিকজাত পণ্য ফেরি করছেন এক যুবক। আবদার, শ্রীপুর, গাজীপুর, ১৭ নভেম্বর
বিজ্ঞাপন
কুয়াশাঢাকা সকালে কণ্ঠীনালা নদীতে চলছে নৌকা। কামিনীগঞ্জ বাজার, জুড়ী, মৌলভীবাজার, ১৭ নভেম্বরধান কাটার পর সেখানে নতুন ফসল বুনতে ট্রাক্টর দিয়ে চলছে হাল চাষ। আবদার, শ্রীপুর, গাজীপুর, ১৭ নভেম্বর
বিজ্ঞাপন
বাগানির কাছ থেকে কিনে নেওয়া বাতাবিলেবু ট্রাকে তোলা হচ্ছে। কুতুকছড়ি, রাঙামাটি, ১৭ নভেম্বরশোলার ভাসমান নৌকায় কুমার নদে বড়শি ফেলে মাছ শিকার করছেন এক ব্যক্তি। রথখোলা, ফরিদপুর, ১৭ নভেম্বরদল বেঁধে জুমে চলেছেন পাহাড়ি কিষানিরা। রাঙাপানি, রাঙামাটি, ১৭ নভেম্বরবেগুনখেতে কীটনাশক ছিটাচ্ছেন কৃষক এনামুল হক। নোয়াপাড়া, কুমিল্লা, ১৭ নভেম্বরসাইকেল চালিয়ে বিদ্যালয়ের পথে খুদে শিক্ষার্থী। বিলপাবলা, ডুমুরিয়া, খুলনা, ১৭ নভেম্বরঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে বড় পর্দায় জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় সরাসরি টেলিভিশনে দেখছেন কিছু মানুষ। টিএসসি, ঢাকা, ১৭ নভেম্বরসকালে সবজি বিক্রির জন্য বের হয়েছেন এক বিক্রেতা। সাতমাথা, বগুড়া, ১৭ নভেম্বরধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতে গেলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের বাধা দেন। ধানমন্ডি, ঢাকা, ১৭ নভেম্বরমাড়াই করা ধান রোদে শুকাতে দিচ্ছেন এক নারী। কাউটিয়া, ঘিওর, মানিকগঞ্জ, ১৭ নভেম্বরচট্টগ্রাম বন্দরের লালদিয়া চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য ডেনমার্কের মালিকানাধীন এপিএম টার্মিনালসের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ সরকার। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেল, ঢাকা, ১৭ নভেম্বরভাটায় চলছে নতুন মৌসুমের ইট তৈরির কাজ। চণ্ডীভোগ, সিরাজগঞ্জ, ১৭ নভেম্বরসুপ্রিম কোর্ট ভবনের সামনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান। হাইকোর্ট চত্বর, ঢাকা, ১৭ নভেম্বরদল বেঁধে ধান কাটছেন পাহাড়ি নারীরা। ডলুপাড়া, বান্দরবান, ১৭ নভেম্বরশুকনা ডালে বসে আছে এক জোড়া সবুজ বাঁশপাতি পাখি। ক্যমলং, বান্দরবান, ১৭ নভেম্বরহাঁসের ঝাঁক নিয়ে বাড়ি ফিরছেন এক খামারি। চণ্ডীভোগ, তাড়াশ, সিরাজগঞ্জ, ১৭ নভেম্বরসকালের মিঠে রোদে খেলনা গাড়ি নিয়ে খেলছে দুই শিশু। ধাপেরহাট, রংপুর, ১৭ নভেম্বর