নটর ডেম কলেজে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের অভিভাবকেরা বৃষ্টির মধ্যে ছাতা মাথায় অপেক্ষা করছেন। নটর ডেম কলেজের সামনে, ঢাকা, ৮ আগস্ট বেহাল সড়কের কারণে সাপ্তাহিক ছুটির দিনেও দীর্ঘ যানজট। মোহাম্মদপুর, বছিলা, ঢাকা, ৮ আগস্ট
বিজ্ঞাপন
জলাবদ্ধতায় কারো বাড়ির উঠানে পানি। কারো আবার ঘরের ভেতরে হাঁটু সমান পানি। বেড়া পৌর এলাকার শেখপাড়া মহল্লা, বগুড়া, ৮ আগষ্ট
বিজ্ঞাপন
দুপুরের পরে মুষল ধারে বৃষ্টি নামে। বৃষ্টির মধ্যে রিকশা চালাচ্ছেন চালক। জিন্দাবাজার, সিলেট, ৮ আগস্টআজ থেকে শুরু হয়েছে পূর্ণিমা। আবহাওয়া খারাপ ও বৃষ্টিপাত অব্যাহত থাকলেও ইলিশের আশায় নদীতে নামছেন জেলেরা। প্রয়োজনীয় সরঞ্জাম—জাল, ককসিট, তেল, খাবার, বাঁশসহ নানা জিনিস নিয়ে ছোট লাল রঙের নৌকায় করে ছুটে চলেছেন তারা মাছ ধরতে। প্রাকৃতিক প্রতিকূলতাকে উপেক্ষা করে ইলিশ শিকারের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। সকাল সাড়ে ১০টা, উত্তর কাট্টলী সমুদ্র পাড়, চট্টগ্রাম, ৮ আগষ্টসোনালি আঁশ হিসেবে পরিচিত বাংলাদেশের অন্যতম অর্থকারী ফসল পাট। সেই পাট ধোয়ার পর নেওয়া হচ্ছে শুকানোর জন্য। এই পাট বিক্রি হবে হাটে। বর্তমান বাজারে প্রকারভেদে প্রতি মণ পাট বিক্রি হচ্ছে ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার ২০০ টাকায়। নাজিরপুর, পাবনা, ৮ আগস্টছুটির দিনে টিকিট কেটে পুকুরে বড়শি ফেলে মাছ শিকার করছেন শৌখিন মৎস্যশিকারিরা। আড়াই হাজার টাকায় টিকিট কেটে ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাছ শিকারে বসেছেন তাঁরা। মাছও পাচ্ছেন বেশ ভালো। গোয়ালচামট এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ৮ আগস্টঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট। গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ৮ আগস্টমা ও মেয়ে মিলে জাগ দেওয়া পাট থেকে আঁশ ছাড়াচ্ছেন। ছবিটি রংপুরের গঙ্গাচড়া উপজেলার শংকরদহ এলাকা থেকে তোলা। ৮ আগস্টচর থেকে পাট নিয়ে হাটে বিক্রি করতে যাচ্ছেন চাষি। কলাগাছি এলাকা, গঙ্গাচড়া উপজেলা, রংপুর, ৮ আগস্টগাবতলী–কদমতলী বেড়িবাঁধ বেহাল। রাস্তার বিভিন্ন অংশের পিচ উঠে গেছে। বৃষ্টির পানি জমে কাদা তৈরি হয়েছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে চলাচলকারীদের। ইসলামবাগ এলাকা, ঢাকা, ৮ আগস্টসংসদ ভবনের সামনের ফুটপাতে আবার দোকান বসিয়ে ব্যবসা শুরু হয়েছে। সৌন্দর্যহানি হচ্ছে সংসদ ভবন এলাকার। মানিক মিয়া অ্যাভিনিউ, ৮ আগস্টকানে হেডফোন লাগিয়ে রাজধানীর ব্যস্ত সড়কে স্কেটিং করছে দুই কিশোর। একদিকে চলমান যানবাহন, অন্যদিকে ট্রাফিক নিয়ম না মেনে এমন কসরত ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে। বিজয় সরণি, ৮ অক্টোবরবুড়িগঙ্গা নদীর অংশবিশেষ দখল করে গড়ে তোলা হয়েছে এই বহুতল ভবন। প্রস্তাবিত সড়ক নির্মাণকাজের সময় ভবনের একাংশ ভেঙে ফেলা হলেও তা এখনো মেরামত করা হয়নি। অনিরাপদ অবস্থায় ঝুঁকি নিয়েই বসবাস করছেন বাসিন্দারা। পূর্ব রসুলপুর, কামরাঙ্গীরচর, ৮ অক্টোবররাজধানীর বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা ব্যবহৃত পলিথিন বুড়িগঙ্গা নদীতে পরিষ্কার করা হয়। এতে নদীর পানি মারাত্মক দূষিত হচ্ছে। ইসলামবাগ বেড়িবাঁধ, লালবাগ, ৮ অক্টোবর