একঝলক (২৮ অক্টোবর ২০২৫)

সবুজ কালাই গাছে ফুটে আছে হলুদ ফুল। সদর, ময়মনসিংহ, ২৮ অক্টোবর
ছবি: মোস্তাফিজুর রহমান
ফেরি করে তেঁতুলের আচার বিক্রি করতে যাচ্ছেন এই বিক্রেতা। রবার্টসনগঞ্জ, রংপুর, ২৮ অক্টোবর
জ্বালানির জন্য শুকনা ভুট্টাগাছ সংগ্রহ করে বাড়ি ফিরছেন এক গৃহিণী। নর্থ চ্যানেল, ফরিদপুর, ২৮ অক্টোবর
নিজের আবাদের লাউ তুলে বিক্রি করতে শহরে এসেছেন এই চাষি। দখিগঞ্জ, রংপুর, ২৮ অক্টোবর
ফসল বিক্রি করে শহরে কেনাকাটা শেষে নৌকায় করে বাড়ি ফিরছে একটি পরিবার। কাটাছড়ি, রাঙামাটি, ২৮ অক্টোবর
হেমন্তের আগে থেকেই উত্তরের জনপদে শীতের আবহ। শহরে খেজুরের রস বিক্রি করতে এসেছেন এই মৌসুমি বিক্রেতা। কাছারিবাজার, রংপুর, ২৮ অক্টোবর
ঝোপঝাড়ে ডানা মেলে বসেছে প্রজাপতি। কুশিঘাট, সিলেট, ২৮ অক্টোবর
শীতের আগাম প্রস্তুতির অংশ হিসেবে কাঁথা সেলাইয়ে ব্যস্ত এক গৃহবধূ। পেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা, ২৮ অক্টোবর
নদীতে ভাসমান কলাগাছের ভেলায় বসে আছে একটি পাখি। তারাগঞ্জ, কাপাসিয়া, গাজীপুর, ২৮ অক্টোবর
রাস্তার পাশে ভ্যানে নানা ধরনের কাঠের তৈরি জিনিস নিয়ে বসেছেন বিক্রেতা। ফজলুল হক অ্যাভিনিউ, বরিশাল, ২৮ অক্টোবর
বাড়ির আঙিনায় ফুটে আছে সন্ধ্যামালতী ফুল। বারইভাগ, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৮ অক্টোবর
হলুদ আভা ছড়িয়ে ফুটে আছে কসমস ফুল। বাগমারা, বান্দরবান, ২৮ অক্টোবর
শিকারি পাখি পানকৌড়ি। শিকার ধরার ফাঁকে কলাগাছে বসে আছে। কুঁড়িপাড়া চরাঞ্চল, সারিয়াকান্দি, বগুড়া, ২৮ অক্টোবর
সিলেট নগরের বালুচর এলাকায় পাড়া-মহল্লার সড়কের ধীরগতির সংস্কারকাজে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। বালুচর, সিলেট, ২৮ অক্টোবর
গাছে থোকায় থোকায় ঝুলছে আমলকি। দীঘলিবাঁক, রাঙামাটি, ২৮ অক্টোবর
বেলা বাড়তেই তেজ বাড়ছে রোদের। যাত্রাপথে নিজেকে রক্ষার চেষ্টা ভ্যানযাত্রীর। রূপসা, খুলনা, ২৮ অক্টোবর
যমুনায় জেগে ওঠা চরে রবিশস্য চাষের জন্য সার ছিটিয়ে দিচ্ছেন এক চাষি। তিতপরল চরাঞ্চল, সারিয়াকান্দি, বগুড়া, ২৮ অক্টোবর
ছাতা মাথায় গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছেন এক বৃদ্ধ। জাবুসা, রূপসা, খুলনা, ২৮ অক্টোবর
হেমন্তের কুয়াশামাখা সকালে গ্রামের মেঠো পথে সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাচ্ছে এক শিক্ষার্থী। মিরেরচক, সিলেট, ২৮ অক্টোবর
ব্যাটারিচালিত রিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ১১ দফা দাবিতে সড়ক অবরোধ করে সমাবেশ করে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়ক, সিলেট, ২৮ অক্টোবর
সিলেটের সুরমা নদীর শাখা কুশিগাঙ। বর্ষায় পানিতে টইটম্বুর থাকে নদীটি। কিন্তু শুকনা মৌসুমে নদীর পানি শুকিয়ে যায়। কুশিঘাট, সিলেট, ২৮ অক্টোবর
ছাগলছানাকে কোলে নিয়ে চলছে এক কিশোর। জাবুসা, রূপসা, খুলনা, ২৮ অক্টোবর
মাছ শিকারের আশায় জলাভূমির মধ্যে শাপলার ওপর একাকী দাঁড়িয়ে সাদাবক। জাবুসা, রূপসা, খুলনা, ২৮ অক্টোবর
হাওরে অনেকেই হাঁস পালন করেন। একজনের হাঁসের সঙ্গে আরেকজনের হাঁস যাতে মিলে না যায়, সে জন্য রং দিয়ে চিহ্নিত করে রাখা হয়। নিকলী, কিশোরগঞ্জ, ২৮ অক্টোবর