স্নিগ্ধ সৌন্দর্যমাখা ফুলটি। ধর্মঘর, রাঙামাটি, ১৩ জুনবর্ষায় ধান চাষ শুরু করেছেন কৃষক। এক পাশে ধানের চারা রোপণ, আরেক পাশে জমির কাদামাটি সমান করার কাজ চলছে। ভূতের টিলা, রাঙামাটি, ১৩ জুন
বিজ্ঞাপন
তীব্র দাবদাহে স্বস্তি পেতে বিকেলে লোকজন ছুটে যান হাওরে। কেউ কেউ নৌকা ভাড়া করে ঘুরে বেড়ান। খাকটেকা, জুড়ী, মৌলভীবাজার, ১২ জুন
বিজ্ঞাপন
সবুজ পাতাভরা গাছে থোকায় থোকায় এখন ঝুলে আছে আঁশফল। রামনগর, রাজবাড়ী, ১২ জুনব্যবসায়ীরা গত মৌসুমে কৃষকের কাছ থেকে কম দামে পাট কিনে গুদামজাত করেছিলেন। এখন ভালো দাম পাওয়ায় মিলে সরবরাহ করছেন। হাট গোবিন্দপুর, কৃষ্ণনগর, ফরিদপুর, ১২ জুন গরমে অস্থির দুই শিশু পাইপের পানিতে শরীর ভিজিয়ে নিচ্ছে। গঙ্গাচড়া, রংপুর, ১৩ জুনপ্রচণ্ড রোদ, টিকে থাকা দায়। তাই প্লাস্টিকের ছাউনি দিয়ে তার নিচে বসে মরিচ তুলছেন এই চাষি। রমাকান্ত, গঙ্গাচড়া, রংপুর, ১৩ জুননীল আকাশে সাদা মেঘের খেলা। লুম্বিনী পাহাড়, রাঙামাটি, ১৩ জুনএকলা বক। ইটনা, কিশোরগঞ্জ, ১৩ জুনতিস্তার চর থেকে গবাদিপশুর জন্য ঘাস কেটে বাড়ি ফিরছেন এই ব্যক্তি। গঙ্গাচড়া, রংপুর, ১৩ জুনগরমে অতিষ্ঠ পাখিকুলও। প্রচণ্ড রোদের মধ্যে বিদ্যুতের তারে বসে হাঁপাচ্ছে কাক। কিনব্রিজ এলাকা, সিলেট, ১৩ জুনজলজ–জাতীয় উদ্ভিদ বড়নখা বা ছোটপানা। ধান কাটা জমিতে উদ্ভিদটি বেশি জন্মাতে দেখা যায়। রামেশ্বরপুর, গাবতলী, বগুড়া, ১৩ জুনতাপপ্রবাহের মধ্যে পুকুরে গোসল করতে এসে দুরন্তপনায় মেতেছে শিশুরা। সতিপাড়া, সাতকানিয়া, চট্টগ্রাম। ১৩ জুনবিভিন্ন ফলের আচার তৈরি করে বয়ামে ভরে বাড়ির ছাদে রোদে শুকাচ্ছেন এক গৃহবধূ। পশ্চিম খাবাসপুর, ফরিদপুর, ১৩ জুনদেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রোদের তীব্রতা থেকে বাঁচতে মাথায় গামছা জড়িয়ে রিকশা চালাচ্ছেন এক চালক। আবদুল হামিদ সড়ক, পাবনা, ১৩ জুন। লঞ্চঘাটে যাত্রীদের ভিড়, যাত্রীর তুলনায় লঞ্চ কম হওয়ায় অনেককে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। ইলিশা লঞ্চঘাট, ভোলা, ১৩ জুনআসছে বর্ষাকাল। এরই মধ্যে অনেক খাল-বিল ও নদীতে পানি জমেছে। সেই পানিতে মাছ শিকারের জন্য জাল পাতছেন এক জেলে। দুবলিয়া, পাবনা, ১৩ জুনহাঁসফাঁস করা গরমে রেলস্টেশনের প্ল্যাটফর্মের ছায়ায় বিশ্রাম নিচ্ছেন একজন ছিন্নমূল মানুষ। রেলস্টেশন, খুলনা, ১৩ জুন।খেলাচ্ছলে রেললাইনের পাথর তুলছে শিশুরা। জোড়াগেট, খুলনা, ১৩ জুন।অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়ার পর বাস টার্মিনালে অভিযান চালিয়ে কাউন্টার থেকে যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত দেন সেনাসদস্যরা। শিরোইল ঢাকা বাস টার্মিনাল, রাজশাহী, ১৩ জুন টানা কয়েক দিনের প্রখর রোদ আর অসহনীয় গরমে ওষ্ঠাগত প্রাণ। গরমে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। তপ্ত দুপুরে নদীর পানিতে নেমে শীতল হওয়ার চেষ্টা এক শিশুর। সুরমা নদী, চাঁদনীঘাট, সিলেট, ১৩ জুন।