সড়কের পাশে স্তূপ করা ইট ভাঙছেন এই নারী শ্রমিক। শিববাড়ি, সিলেট, ১৭ সেপ্টেম্বরখেত থেকে চিচিঙ্গা সংগ্রহ করা হচ্ছে। বটতলী, বান্দরবান, ১৭ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
চট্টগ্রামের ফৌজদারহাট বায়েজিদ বোস্তামী সংযোগ সড়ক থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওঠার সময় চালবোঝাই একটি ট্রাকের সঙ্গে বালুভর্তি আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ১৭ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
সকালের বৃষ্টিতে প্লাস্টিকের আড়ালে নিজেকে ঢেকে রেখে হাঁটছেন এই ব্যক্তি। বাস্তুহারা, খুলনা, ১৭ সেপ্টেম্বরবাড়িতে পোষা হাঁসের খাবারের জন্য শামুক সংগ্রহ করছেন এই নারী। দড়িপাড়া, গাবতলী, বগুড়া, ১৭ সেপ্টেম্বরখালে জাল দিয়ে মাছ ধরছেন মৎস্যজীবীরা। নুরপুর, দাউদকান্দি, কুমিল্লা, ১৭ সেপ্টেম্বর নৌকার সঙ্গে গাছের গুঁড়ি বেঁধে গন্তব্যে নিয়ে যাওয়া হচ্ছে। নেছারাবাদ ফেরিঘাট, পিরোজপুর, ১৭ সেপ্টেম্বর ৮. বিক্রির জন্য নিজের বাগানের গাছ থেকে মাল্টা ছিঁড়ছেন ক্যহ্লামং নামের এই ব্যক্তি। এবার ৩০ শতক জমিতে বারি মাল্টার চাষ করেছেন তিনি। রেইচা, বান্দরবান, ১৭ সেপ্টেম্বর। ছবি: মংহাইসিং মারমাধানখেতে কীটনাশক ছিটানো হচ্ছে। দলবনিয়া, বান্দরবান, ১৭ সেপ্টেম্বর হাওরের ভরা পানিতে জাল ফেলে মাছ শিকার করছেন মৎস্যজীবীরা। দোবাগীর হাওর, দক্ষিণ সুরমা, সিলেট, ১৭ সেপ্টেম্বরশিকার দেখে উড়ালের মুহূর্তে পানকৌড়ি। দোবাগীর হাওর, দক্ষিণ সুরমা, সিলেট, ১৭ সেপ্টেম্বরবাড়ির আঙিনায় ফুটে আছে টেকোমা। এটি চন্দ্রপ্রভা ফুল নামেও পরিচিত। রানীর বাজার, কুমিল্লা, ১৭ সেপ্টেম্বরবিলের পানিতে বড়শি দিয়ে মাছ শিকার। দুর্গাপুর, কাপাসিয়া, গাজীপুর। ১৭ সেপ্টেম্বরঘাস খাওয়াতে গরু নিয়ে বের হয়েছেন রাখাল। শাহপরান বাইপাস, দক্ষিণ সুরমা, সিলেট, ১৭ সেপ্টেম্বরআপনমনে কাঁথা সেলাই করছেন গৃহিণী। বিজয় বাঁধ, গঙ্গাচড়া, রংপুরে, ১৭ সেপ্টেম্বরনদী থেকে ধরা চিংড়ির রেণু (পোনা) পাশের বড় গর্তে জমে থাকা পানিতে জালের ভেতরে রাখা হয়েছে। ছয়ঘরিয়া, বটিয়াঘাটা, খুলনা, ১৭ সেপ্টেম্বরবাতাবিলেবু পরিচর্যায় ব্যস্ত চাষি। ফলটি জাম্বুরা নামে বেশ পরিচিত। পশ্চিম কচুরগুল, জুড়ী, মৌলভীবাজার, ১৭ সেপ্টেম্বরবাড়ির আঙিনায় মাচাংয়ে বসে মিষ্টিকুমড়াসহ বিভিন্ন ফলমূল ও শাকসবজি বাছাই করছেন জুমচাষি। সাপছড়ি মোনপাড়া, রাঙামাটি, ১৭ সেপ্টেম্বরকাঠের গুঁড়িতে বসে খেলায় মেতেছে শিশুরা। সাপছড়ি মোনপাড়া, রাঙামাটি, ১৭ সেপ্টেম্বরসাত দফা দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি পালন করে। ফুলবাড়ী বাসস্ট্যান্ড, দিনাজপুর, ১৭ সেপ্টেম্বরডিপ্লোমা প্রকৌশলীদের সাত দফা দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সড়ক অবরোধ। সাতরাস্তা মোড়, ঢাকা, ১৭ সেপ্টেম্বরঢাকায় পাঠানোর জন্য বাতাবিলেবু বস্তায় ভরছেন শ্রমিকেরা। হলম্পা বাজার, জুড়ী, মৌলভীবাজার, ১৭ সেপ্টেম্বর