গাছে ফুটেছে নীল কানছেঁড়া ফুল। বারাকপুর, দিঘলিয়া, খুলনা, ৩০ নভেম্বরবিভিন্ন ট্রেনে বেহালা বাজিয়ে যাত্রীদের লোকগান শোনান বাউল সবুজ মিয়া (৫৫)। যাত্রীদের কেউ কেউ খুশি হয়ে তাঁকে বকশিশ দেন। পাহাড়িকা এক্সপ্রেস, কুলাউড়া, মৌলভীবাজার, ৩০ নভেম্বর
বিজ্ঞাপন
সকালের মিষ্টি রোদে চরের মাঠে ধান থেকে খড়কুটা আলাদা করায় ব্যস্ত এক নারী। কুড়িপাড়া চরাঞ্চল, সারিয়াকান্দি, বগুড়া, ৩০ নভেম্বর
বিজ্ঞাপন
যমুনার চরাঞ্চলে প্রচুর মাষকলাই চাষ হয়। সদ্য তোলা মাষকলাইয়ের গাছ মাড়াইয়ের আগে পথের ধারে শুকিয়ে নিচ্ছেন এক নারী। কুঁড়িপাড়া চরাঞ্চল, বগুড়া, ৩০ নভেম্বরনৌকায় ভেসে কুশিয়ারা নদীতে জাল দিয়ে মাছ ধরছেন জেলেরা। কাশিমপুর, মৌলভীবাজার, ৩০ নভেম্বরকুয়াশার সকালে মিষ্টি রোদে শিশুসন্তানকে কোলে নিয়ে বের হয়েছেন বাবা। সেনহাটি, দিঘলিয়া, খুলনা, ৩০ নভেম্বরসকালের ফাঁকা সড়কে পাল্লা দিয়ে সাইকেল চালাচ্ছে দুই শিশু। ময়নাকুঠি, রংপুর, ৩০ নভেম্বরবাড়ির উঠানে ধান মাড়াই করছেন এক কিষানি। ফকিরগঞ্জ, রংপুর, ৩০ নভেম্বরপাঠদান শুরুর আগে বিদ্যালয়ের মাঠে দোলনায় দোল খাচ্ছে শিক্ষার্থীরা। গোয়ালচামট সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর, ফরিদপুর, ৩০ নভেম্বর‘প্রজেক্ট’ জমা দেওয়ার শেষ দিনে শ্রেণিকক্ষের মডেল তৈরি করে মায়ের হাত ধরে বিদ্যালয়ে এসেছে প্রাক্-প্রাথমিকের এক শিক্ষার্থী। গোয়ালচামট সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফরিদপুর, ৩০ নভেম্বর কৃষকের সবজির মাচায় উঁকি দিচ্ছে গিরগিটি। গোলাঘাট, শ্রীপুর, গাজীপুর, ৩০ নভেম্বরশুকাতে দেওয়া ধানে এক দল শালিক পাখি। লাকুটিয়া, বাবুগঞ্জ, বরিশাল, ৩০ নভেম্বরআমন ধান কাটা শেষে জমি থেকে খড়কুটা কিনে নিয়ে যাওয়া হচ্ছে। লাকুটিয়া, বাবুগঞ্জ, বরিশাল, ৩০ নভেম্বরকাঠের নকশায় ঘষামাজার কাজ করছেন এক ব্যক্তি। এরপর রং করা হবে। ব্রহ্মগাতী, দিঘলিয়া, খুলনা, ৩০ নভেম্বরআদা বেচাকেনা চলছে হাঁটে। পাহাড়ে ফলানো দেশি আদা আসতে শুরু করেছে। কুতুক ছড়ি, রাঙামাটি, ৩০ ফেব্রুয়ারিধনেপাতা বিক্রির জন্য বাজারে নিয়ে যাচ্ছেন এক কৃষক। স্বল্প পেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা, ৩০ নভেম্বরফুটে আছে নান্দনিক ময়ূর ঝুমকা। ফুলটি লাল মুসান্দা বা অশোক ফুল নামেও পরিচিতি। শালবন বিহার, কুমিল্লা, ৩০ নভেম্বরখুলনা আদালতের প্রধান ফটকের বাইরে গুলিতে নিহত হন হাসিব হাওলাদার। হাসপাতালের মর্গের সামনে ভাইয়ের আহাজারি। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, ৩০ নভেম্বরপ্রথম আলো ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আয়োজনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীরা। জিয়া পার্ক, রাজশাহী, ৩০ নভেম্বরপ্রথম আলো ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন শিল্পীরা। জিয়া পার্ক, রাজশাহী, ৩০ নভেম্বরপিঠার মৌসুম শুরু হয়েছে। চালের গুড়ি রোদে শুকিয়ে পিঠা তৈরির জন্য প্রস্তুত করছে এই গৃহিণী। বৈকুণ্ঠপুর, রংপুর, ৩০ নভেম্বর