কার্তিক মাসে টমেটোর চারা রোপণ করেছিলেন দুলাল বিশ্বাস। সেসব গাছে ফল ধরেছে। বিক্রির জন্য গাছ থেকে টমেটো সংগ্রহ করছেন তিনি। প্রতি কেজি টমেটো ৪০ থেকে ৪৫ টাকা দরে বিক্রি হবে। রংপুর, ডুমুরিয়া, খুলনা। ২ জানুয়ারি খেত থেকে হলুদ তুলে এনে সেদ্ধ করার পর রোদে শুকাচ্ছেন এক কিষানি। রঙের মান, স্বাদ ও গুণগত মান ভালো হওয়ায় এই হলুদের চাহিদা আছে সারা দেশে।বৌধিপুর,রাঙামাটি। ২ জানুয়ারি
বিজ্ঞাপন
কুয়াশার কারণে কয়েক দিন ধরে সূর্যের দেখা মিলছিল না। আজ সকালে রোদের দেখা পেতেই নতুন বই নিয়ে মাঠে মাদুর পেতে বসেছে তিন খুদে শিক্ষার্থী। উত্তর কেল্লাবন্দ, রংপুর। ২ জানুয়ারি
বিজ্ঞাপন
শীতের দাপট বাড়ায় গরম কাপড়ের পোশাক কিনতে ফুটপাতে ভিড় করছেন স্বল্প আয়ের মানুষেরা। ২ নম্বর রেলগেট, নারায়ণগঞ্জ। ২ জানুয়ারি হাওরের পানি শুকিয়ে গেছে। তাই হাওরপাড়ে চলছে ধানের চারা লাগানোর কাজ। বীজতলা থেকে ধানের চারা তৈরি করে খেতে নিয়ে যাচ্ছেন এক কৃষক। হাইল হাওর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। ২ জানুয়ারি ভারী কাজ করতে পারেন না, তাই ঘরে বসে বাঁশ-বেতের পণ্য বোনেন বিমলেন্দু চাকমা। একটি ঝুরি বুনতে সময় লাগে দুই দিন। প্রতিটি ৩৫০ থেকে ৪০০ টাকা দরে বিক্রি হয়। শুকরছড়ি, রাঙামাটি। ২ জানুয়ারি শর্ষেখেতের আল ধরে মহিষকে ঘাস খাওয়াচ্ছেন একজন। কদম শহর, গোদাগাড়ী, রাজশাহী। ২ জানুয়ারি ভুট্টাখেতের পরিচর্যায় ব্যস্ত কৃষক। এই সময়ে কোদালে জমি কুপিয়ে লাইন তৈরি করে তাতে পানি সেচ দেওয়া হয়। দড়িকামালপুর, দাপুনিয়া, পাবনা। ২ জানুয়ারি কুয়াকাটা সমুদ্রসৈকতে নানা ধরনের সামুদ্রিক মাছ ও কাঁকড়া বিক্রি করেন রানা। সামুদ্রিক এসব খাবারের (সি ফুড) চাহিদা থাকায় কক্সবাজার থেকে কুয়াকাটায় এসেছেন এই ব্যবসা করতে। মাছ বারবিকিউ, ফ্রাই করে বিক্রি করেন তিনি। কুয়াকাটা, পটুয়াখালী। ১ জানুয়ারি বোরো ধান রোপণ করার আগে জমি পরিষ্কারে ব্যস্ত কৃষিশ্রমিকেরা। শলুয়া, ডুমুরিয়া, খুলনা। ২ জানুয়ারি এক সপ্তাহের বেশি সময় ধরে এভাবে চলছে সড়কের উন্নয়নকাজ। এতে ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। কল্যাণপুর প্রধান সড়ক, ঢাকা। ২ জানুয়ারি রাজধানীর ধানমন্ডি এলাকায় সড়ক বিভাজকের গাছ কেটে এভাবে ফেলে রাখা হয়েছে। ২ জানুয়ারি।