বুনো ফুলে উড়ে এসে বসেছে বাহারি রঙের প্রজাপতি। ভুয়ো আদাম, রাঙামাটি, ৮ ডিসেম্বরশীতে জবুথবু বানর। ভোরের মিঠে রোদের অপেক্ষায়। জারুলছড়ি, রাঙামাটি, ৮ ডিসেম্বর
বিজ্ঞাপন
আলু রোপণের জমি প্রস্তুত করা হচ্ছে। করমজাপাড়া, কাহালু, বগুড়া, ৮ ডিসেম্বর
বিজ্ঞাপন
গাছের ডালে বসে আছে কাঠশালিক পাখিটি। বলাবুনিয়া, বটিয়াঘাটা, খুলনা, ৮ ডিসেম্বরখালে জাল ফেলে মাছ ধরছেন এক জেলে। আউসখালী, খুলনা, ৮ ডিসেম্বরবেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী সামনে রেখে তাঁর ভাস্কর্য পরিষ্কার করা হচ্ছে। বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র, পায়রাবন্দ, রংপুর, ৮ ডিসেম্বরবার্ষিক পরীক্ষার খাতায় ছবি আঁকছে এক শিশুশিক্ষার্থী। ইউনিভার্স একাডেমি, ধানগড়া, সিরাজগঞ্জ, ৮ ডিসেম্বররোদে শুকাতে দেওয়া ধান নেড়ে দেওয়ার কাজে ব্যস্ত দুই নারী। সাচিবুনিয়া, বটিয়াঘাটা, খুলনা, ৮ ডিসেম্বররাজনৈতিক ব্যানার-ফেস্টুনে আড়াল হয়ে গেছে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ। ফুলবাড়িয়া, ময়মনসিংহ, ৮ ডিসেম্বর। ২০২৬ সালে বছরের শুরুতেই শিক্ষার্থীরা নতুন বই হাতে পেতে পারে। এরই অংশ হিসেবে জেলা শহরে বই পৌঁছে দিচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। জিলা স্কুল ফটক, বগুড়া, ৮ ডিসেম্বরপাহাড়ি ঝিরিতে শিকারের খোঁজে বকের সতর্ক দৃষ্টি। চড়ুইপাড়া, বান্দরবান, ৮ ডিসেম্বর
চারা উৎপাদনের জন্য বীজতলা প্রস্তুত করছেন এক ব্যক্তি। লেমুঝিরি মারমাপাড়া, বান্দরবান, ৮ ডিসেম্বরবিদ্যালয়ে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা চলছে। অপেক্ষারত অভিভাবক সেলাইয়ে সময়টা কাজে লাগাচ্ছেন। পিটিআই পরীক্ষণ বিদ্যালয়, ফরিদপুর, ৮ ডিসেম্বরজলপাইগাছের পাতার ফাঁকে বসে আছে ভাতশালিক। কেওয়া, শ্রীপুর, গাজীপুর, ৮ ডিসেম্বর
১৭. খেত থেকে পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে নরম মাটিতে রসুনের বীজ বপন করছেন এক কৃষক। চর হাজীগঞ্জ, গাজীরটেক, ফরিদপুর, ৮ ডিসেম্বরঅস্তগামী সূর্যের আলোয় মেঘের ফাঁকে ফাঁকে ছড়িয়ে পড়েছে সোনালি আভা। নালিয়া, সিলেট, ৮ ডিসেম্বর ১৯. হরেক রঙের গ্যাস বেলুন নিয়ে বেরিয়েছেন এক ফেরিওয়ালা। এসব বেলুন শিশুদের কাছে বেশ প্রিয়। টিলাগড়, সিলেট, ৮ ডিসেম্বর ২০. ৮ ডিসেম্বর চাঁদপুর মুক্ত দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতি ভাস্কর্য ‘অঙ্গীকার’–এ পুষ্পস্তবক অর্পণ করে সর্বস্তরের মানুষ। ‘অঙ্গীকার’ পাদদেশ, চাঁদপুর, ৮ ডিসেম্বর