উড়ে এসে চেয়ারের হাতলে বসেছে একটি ফড়িং। গণ্ডগ্রাম রামকৃষ্ণ আশ্রম, শাজাহানপুর, বগুড়া, ৩০ সেপ্টেম্বরগাছের ডালে বসে আছে ল্যাঞ্জা কসাই পাখি। পালিচড়া, রংপুর, ৩০ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
শুকনো গাছের খুঁটির ওপর একটি কালো ভ্রমর। ক্যামলং, বান্দরবান, ৩০ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
গরুর খাবারের জন্য ঘাস সংগ্রহ করছেন একজন। ভাঙ্গামুড়া, বান্দরবান, ৩০ সেপ্টেম্বরখেতের আলের পাশে বসানো ডারকি থেকে মাছ সংগ্রহ করছেন একজন। ভেলুপাড়া, রংপুর, ৩০ সেপ্টেম্বরশীতকাল সামনে রেখে আগেভাগে লেপ তৈরির কাজ এগিয়ে নিচ্ছেন কারিগরেরা। গৌরীপুর বাজার, দাউদকান্দি, কুমিল্লা, ৩০ সেপ্টেম্বরসড়কের পাশে বসেছে বাঁশের হাট। বনানী, বগুড়া, ৩০ সেপ্টেম্বরবিক্রির জন্য জমি থেকে কলা কেটে আনছেন এক চাষি। জমিদারপাড়া, রংপুর, ৩০ সেপ্টেম্বররেললাইনের ওপর একটি বিড়াল। রেলস্টেশন এলাকা, সিলেট, ৩০ সেপ্টেম্বরবহুতল ভবনে ঝুঁকি নিয়ে কাজ করছেন নির্মাণশ্রমিকেরা। স্টেশন রোড, সিলেট, ৩০ সেপ্টেম্বরলক্ষ্মীপূজার আগে বিক্রির জন্য বানানো সরায় রংয়ের আঁচড় বুলিয়ে নিচ্ছেন এক নারী। বাহিরদিয়া, অম্বিকাপুর, ফরিদপুর, ৩০ সেপ্টেম্বরলোহা গলিয়ে কাঁচি তৈরি করছেন দুই কামার। দোগাছি, পাবনা, ৩০ সেপ্টেম্বরকাউন্টারের সামনে মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ করেন দূরপাল্লার বাসের শ্রমিকেরা। ঢাকা বাস টার্মিনাল, শিরোইল, রাজশাহী, ৩০ সেপ্টেম্বরহাওরে ঝাঁকি জাল ফেলে মাছ ধরছেন এক ব্যক্তি। মিঠামইন হাওর, কিশোরগঞ্জ, ৩০ সেপ্টেম্বররাজশাহীতে ওএমএসে (খোলাবাজারে বিক্রি) চাল ও আটা কেনার জন্য দীর্ঘ অপেক্ষা ক্রেতাদের। সকাল ৯টা থেকে ট্রাকে পণ্য বিক্রি হয়। চৌদ্দপাই, রাজশাহী, ৩০ সেপ্টেম্বরনরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের জানাজায় অংশগ্রহণকারীদের একাংশ। শুকুর মাহমুদ উচ্চবিদ্যালয়, মনোহরদী, নরসিংদী, ৩০ সেপ্টেম্বরদুর্গাপূজায় মণ্ডপগুলো নান্দনিকভাবে সাজিয়ে তোলা হয়েছে। মণ্ডপে আসা ভক্তরা সেসব সাজসজ্জার সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন। দাড়িয়াপাড়া, সিলেট, ৩০ সেপ্টেম্বরপ্রত্যাশামতো ইলিশ ধরা না পড়ায় হতাশার কথা বলছেন জেলেরা। আমিরাবাদ, মতলব, চাঁদপুর, ৩০ সেপ্টেম্বর। ছবি: মুহাম্মদ জাকির হোসেন