একঝলক (২৪ মে ২০২৫)

স্নিগ্ধ সৌন্দর্য ছড়াচ্ছে এই ফুল। কাপ্তাই জাতীয় উদ্যান, রাঙামাটি, ২৪ মে
ছবি: সুপ্রিয় চাকমা
মনোমুগ্ধকর কনকচূড়া ফুল। ভাগলপুর রেলস্টেশন, কিশোরগঞ্জ, ২৩ মে
বৃষ্টিভেজা কাঠগোলাপ ফুল। সুলতানপুর, নীলফামারী, ২৪ মে
বুনো কচুর ডগা সংগ্রহ করছেন পাহাড়ি এক বৃদ্ধ। সাপছড়ি, রাঙামাটি, ২৪ মে
গাছে ফুটেছে চায়নিজ ট্রাম্পেট লতা ফুল। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বরিশাল, ২৪ মে
ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সড়কে বৃষ্টির পানি জমেছে। যেকোনো সময় উল্টে যাওয়ার ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। ঢাকা-মতলব সড়ক, দাউদকান্দি, কুমিল্লা, ২৪ মে
বর্ষার শুরুতে জমা পানিতে মাছ শিকারে নেমেছেন এক মৎস্যজীবী। কিরাটন, করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ২৪ মে
মাছের ঘেরের কাদায় খাবারের খোঁজ করছে কাদাখোঁচা পাখিটি। গোলাঘাট, শ্রীপুর, গাজীপুর। ২৪ মে
পাটের খেতের আগাছা তুলে ফেলছেন কৃষকেরা। ব্রাহ্মণকান্দা, ফরিদপুর, ২৪ মে
থোকায় থোকায় ফুটে আছে দৃষ্টিনন্দন মধুমালতী ফুল। পিয়ারপুর, ফরিদপুর, ২৪ মে
ভ্যানে করে তালশাঁস বিক্রি করছেন একজন বিক্রেতা। পুষ্টিবিদেরা বলছেন, তালশাঁসের বেশির ভাগ অংশ জলীয়। ফলে দ্রুত শরীর শীতল করার পাশাপাশি আবহাওয়ার তারতম্যের কারণে শরীর দ্রুত পানি হারালে তা পূরণ করতে পারে। হুমায়ুন রশীদ চত্বর, সিলেট, ২৪ মে
ক্রেতার বাড়িতে এলপিজি সিলিন্ডার পৌঁছে দিতে ঝুম বৃষ্টির মধ্যে সাইকেল চালিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। কারমাইকেল সড়ক, বগুড়া, ২৪ মে
বগুড়ায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশের আয়োজন করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। বিএনপির রংপুর ও রাজশাহী বিভাগের সমন্বয়ে এ আয়োজন করা হয়। মূল অনুষ্ঠান শুরুর আগেই বৃষ্টি নামায় বিড়ম্বনায় পড়েন আয়োজনকারীরা। সেন্ট্রাল হাইস্কুল মাঠ, বগুড়া, ২৪ মে
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের সর্বশেষ প্রান্ত সাবরাং ট্যুরিজম পার্ক এলাকায় রঙিন নৌকার সারি। মেরিন ড্রাইভ, কক্সবাজার, ২৪ মে
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নজরুলগীতিতে নৃত্য পরিবেশন করছে বাবুডাইং আলোর পাঠশালার সাংস্কৃতিক দলের সদস্যরা। বাবুডাইং, গোদাগাড়ী, রাজশাহী, ২৪ মে
সকাল থেকেই খুলনায় মেঘলা আবহাওয়া ছিল। বেলা বাড়ার পর নামে ঝুম বৃষ্টি। গোয়ালখালী, খুলনা, ২৪ মে
বনের ঝোপঝাড়ে পোকামাকড়ের খোঁজে বড় ভীংরাজ বা ড্রংগো পাখি। কাপ্তাই, রাঙামাটি, ২৪ মে
ঈদের দীর্ঘ ছুটি পুষিয়ে নিতে শনিবারও খোলা ছিল শিক্ষাপ্রতিষ্ঠান। স্কুল ছুটির পর বাড়ি ফিরছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মালিগাছা, ঈশ্বরদী-পাবনা মহাসড়ক, পাবনা, ২৪ মে
নীলফামারীর সৈয়দপুরে প্ল্যান ইন্টারন্যাশনালের আয়োজনে ও প্রথম আলোর সহযোগিতায় যুব সম্মেলন অনুষ্ঠিত। সৈয়দপুর, নীলফামারী, ২৪ মে