একঝলক (২২ এপ্রিল ২০২৫)

বৃষ্টিভেজা অলকানন্দা ফুল। কাটাছড়ি, রাঙামাটি, ২২ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
পোকার সংক্রমণ থেকে বাঁচাতে ধানে কীটনাশক ছিটাচ্ছেন এক কৃষক। আমতলী, বান্দরবান, ২২ এপ্রিল
বাসা বাঁধতে তাল পাতায় ফটিকজল পাখি। রায়েরমহল, খুলনা, ২২ এপ্রিল
বিলেতি ধনেপাতার খেত পরিচর্যায় ব্যস্ত মা ও মেয়ে। স্থানীয় হাটে এই ধনেপাতা বিক্রি হচ্ছে কেজি ৭০ টাকায়। মধ্যপাড়া, রাঙামাটি, ২২ এপ্রিল
উপজেলার তেলিখাল এলাকায় প্রথমবারের মতো ভুট্টা চাষ করা হয়েছে। খেত থেকে ভুট্টা তোলা হচ্ছে। কোম্পানীগঞ্জ, সিলেট, ২২ এপ্রিল
হাটে নেওয়ার জন্য পান গোছাচ্ছেন কয়েকজন শ্রমিক। মহব্বতপুর, মোহনপুর, রাজশাহী, ২২ এপ্রিল
কাদা নিয়ে আপন মনে খেলছে এক শিশু। রায়েরমহল, খুলনা, ২২ এপ্রিল
ছোট পাখিগুলোর একটি টুনটুনি। আমলকীগাছের ফুল–পাপড়িতে খাবারের খোঁজে ব্যস্ত টুনটুনি পাখিটি। ওয়াগ্গাছড়া পাহাড়, রাঙামাটি, ২২ এপ্রিল
যমুনা নদীতে মাছ শিকারে যাচ্ছেন তাঁরা। চন্দনবাইশা, সারিয়াকান্দি, বগুড়া, ২২ এপ্রিল
গাছে ফুটে আছে দৃষ্টিনন্দন নাগলিঙ্গম ফুল। গুহ লক্ষ্মীপুর, ফরিদপুর, ২২ এপ্রিল
পথের ধারে ফুটে আছে বুনো ফুল। রণতিথা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২২ এপ্রিল
কয়েক দিনের বৃষ্টিতে খাল-জলাশয়ে পানি জমেছে। নতুন পানিতে মাছ শিকারের জন্য জাল কাঁধে বের হয়েছেন এক ব্যক্তি। সালুটিকর, গোয়াইনঘাট, সিলেট, ২২ এপ্রিল
নিচু জমিতে বৃষ্টির পানি জমেছে। শিকারের আশায় বক। শ্রীপুর, গাজীপুর, ২২ এপ্রিল
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগ দাবিতে দুই দিন ধরে অনশন করছেন একদল শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, খুলনা, ২২ এপ্রিল
শালিক পাখিটি বন থেকে কাঠের গুঁড়ি ঠোঁটে নিয়ে যাচ্ছে বাসা বাঁধার জন্য। কাটাছড়ি, রাঙামাটি, ২২ এপ্রিল
গাছের ডালে শিকারের অপেক্ষায় নিবিড় মনোযোগে পাকড়া মাছরাঙা। শালগাড়িয়া, পাবনা, ২২ এপ্রিল
গ্রীষ্মের বার্তা নিয়ে হাজির কৃষ্ণচূড়া। গাছে গাছে কৃষ্ণচূড়া রং ছড়াচ্ছে প্রকৃতিতে। জেনারেল হাসপাতাল চত্বর, পাবনা, ২২ এপ্রিল
বৃষ্টিতে সড়কের খানাখন্দে জমেছে পানি। সেই পানিতে সাইকেল চালাচ্ছে দুরন্ত শিশু। উত্তর কেল্লাবন্দ, রংপুর, ২২ এপ্রিল
সিটি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে কলেজের সাইনবোর্ড ভেঙে একটি অক্ষর নিয়ে ঢাকা কলেজের ছাত্রদের উল্লাস। সায়েন্স ল্যাব, ঢাকা, ২২ এপ্রিল
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের অপসারণের দাবিতে চলছে শিক্ষার্থীদের অনশন কর্মসূচি। এরই মধ্যে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নারী শিক্ষার্থীরা তালা ভেঙে রোকেয়া হলে প্রবেশ করেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, খুলনা, ২২ এপ্রিল