Thank you for trying Sticky AMP!!

একঝলক (১৮ সেপ্টেম্বর ২০২২)

গাছের ডালে কাঠঠোকরা। দৌলতপুর, খুলনা, ১৮ সেপ্টেম্বর
হাওরের পানিতে গরুকে গোসল করাচ্ছেন এক ব্যক্তি। বাউয়ারকান্দি হাওর, সিলেট, ১৮ সেপ্টেম্বর
মৌলভীবাজারের বড়ছড়া রেলসেতুর ওপর কাঠের তক্তা বিছিয়ে তৈরি করা হয়েছে চলাচলের রাস্তা। এ রাস্তা দিয়ে চলাচলে রয়েছে মারাত্মক ঝুঁকি। কুলাউড়া, মৌলভীবাজার, ১৭ সেপ্টেম্বর
স্কুল ছুটির পর বউচি খেলায় মেতেছে শিক্ষার্থীরা। বউচির মতো গ্রামবাংলার অনেক খেলাই এখন হারিয়ে যাচ্ছে। দাশুড়িয়া কিন্ডারগার্টেন, ঈশ্বরদী, পাবনা, ১৮ সেপ্টেম্বর
ধানখেতের আলপথ ধরে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা। খটখটিয়া, রংপুর, ১৮ সেপ্টেম্বর
ফুটবল বিশ্বকাপ আসন্ন। এরই মধ্যে প্রিয় দলের জার্সি কিনতে ভিড় করছেন অনেকে। প্রতিটি জার্সি মানভেদে ২৫০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। জেলা পরিষদ সুপার মার্কেট, রংপুর, ১৮ সেপ্টেম্বর
দুর্গাপূজার প্রস্তুতি চলছে। প্রতিমা তৈরি শেষ। এখন রংতুলির আঁচড় দিতে ব্যস্ত প্রতিমাশিল্পীরা। দাড়িয়াপাড়া, সিলেট, ১৮ সেপ্টেম্বর
বিদ্যুতের খুঁটিতে কাজ করছেন এক শ্রমিক। নেই কোনো নিরাপত্তা সরঞ্জাম। এতে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সোনাতলা, সিলেট, ১৮ সেপ্টেম্বর
আমন ধান রোপণ ও পরিচর্যার মৌসুম এখন। ধানের চারা রোপণের পর খেতে সার ছিটাচ্ছেন এক কৃষক। বাদাঘাট, সিলেট, ১৮ সেপ্টেম্বর
নির্মাণকাজে ব্যবহার করা হয় ইটের টুকরা। ইটভাটা থেকে আনা ইট মেশিনে টুকরা করে ট্রাকে তুলছেন এক শ্রমিক। বাদাঘাট, সিলেট, ১৮ সেপ্টেম্বর
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেন দলটির নেতা-কর্মীরা। বিভিন্ন স্থানে বিএনপির চলমান কর্মসূচিতে হামলার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। ঢাকা, ১৮ সেপ্টেম্বর
অভয়াচরণ সাংস্কৃতিক সংগঠনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার রাতে কুমিল্লা টাউন হলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। কুমিল্লা, ১৭ সেপ্টেম্বর